দেহ মোর পূর্ণ আছে নেই কোন দাগ
মনে থাকে ক্ষণ ক্ষণ প্রণয়ের হিসাব,
চোখাচোখি অনুভবে স্বপনের অনেক কিছু
এখনো ঘুরি ফিরি স্মৃতির পিছু পিছু,
কতজন এলো গেল হৃদয়য়ের এপিটাফে
তবে কেন একটি নারী ছিঁড়ে ছিঁড়ে খাবে।
তুমি ভাবো,
কবি মানে চরিত্রহীন নোংরা বাসি মন
সময়ে অসময়ে ভাবে কাকে কখন।
হঠাৎ কারো প্রেমে মজে নির্লজ্জ স্বীকার
প্রণয়ের অভিমানে তার হৃদয় গোলাকার।
সতত বসতী গড়ে নারীর হৃদয় জুড়ে
দুঃখিনীর দুঃখ খুঁজে কবিতার আড়ালে।
যুক্ত মনে মুক্ত চিন্তা শত শব্দের বিকাশ
সুযোগের অপেক্ষায় থেকে রটায় ইতিহাস।
অভিযোগ অভিমানে নয় কবির আছে বচন
ভেবেছ যা ভাবার সবি করিবে না রচন,
গোলাকার হৃদয়ে তুমি কেন্দ্রে পুঞ্জবিত
জাগতিক পরিস্থিতিতে লম্বা ব্যাসার্ধে ফুটো।
কখনো বাস্তব সত্য বা কল্পনার প্রকাশ
কালো কালো মেঘ মনে রঙিন থাকে আকাশ,
কবির থাকে কিশোর মন বিশ্রী মুখচ্ছবি
কল্পনার রাজ্যে সে থাকুক কলঙ্কিত কবি।
___রাসেল হোসেন (০৯-০৬-১৪)