একবার ভেবে নিও বলেছি যা বার বার
তুমি সঙ্গি হলে থাকব না সবার,
চিরকুটে লিখে দিলাম নেই সাহস কাছে যাবার
তোমার চোখের পানে বার বার দেখে দেখে
ভালবাসতে শিখে গেছি আবার।
তুমি কার?
আমার, নাকি জানালার পাশে ফোটা রক্ত জবার
এই দেখনা ভালবাসতে শিখে গেছি আবার।
সোনালী রোদের সাথে খুব ভোরে কথা বলে
তোমার কথা ভেবে দিনটা যে শুরু,
দুপুরের সাদা রোদে এইটুকু হাসি দিয়ে
ঠান্ডা জলে চুমুক দিলে খেপে যাবে ভ্রু,
নাই যদি মেনে নিবে কেন তবে স্থান দিবে
সময় থাকিতে তবে তারিয়ে দিও গুরু।
তুমি কার?
আমার, নাকি জানালার পাশে ফোটা রক্ত জবার
এই দেখনা ভালবাসতে শিখে গেছি আবার।
দিন দিন খেয়ে খেয়ে, আলসে ঘুম পেয়ে
তোমার চোখের সব স্বপ্ন আমার,
ভুড়ি মোটা হচ্ছে হোক আমার মনেতে শোক
শুকনো ভালবাসা শুকিয়েই যাক।
তুমি কার?
আমার, নাকি জানালার পাশে ফোটা রক্ত জবার
এই দেখনা ভালবাসতে শিখে গেছি আবার।
_রাসেল হোসেন (০২/০৫/১৪)