মনে পড়ে দ্বিপ্রহরের ফুটন্ত ভালোবাসা
মনে পড়ে পলিত বিকেলে হাত ধরে হাত রাখা
মনে পড়ে চুমকি গাঁথা লাল থ্রি পিছ
মনে পড়ে অধর রাঙ্গানো প্রিয় লিপস্টিক
মনে পড়ে মূঢ়তার জন্য খিল খিল হাসা
মনে পড়ে খানিক অপেক্ষায় চোখে জল আসা
মনে পড়ে মধুর সুরের তোমার কথা শোনা
মনে পড়ে চাঁদনী রাতে একসাথে তারা গোনা।
হঠাৎ থমকে ভেবে যাই
সব মনে পড়ে পিছু হাটা স্মৃতি
জীবন তরী বেয়ে চলেছি
হারিয়ে চন্দ্র ফুলের বৃতি।
নীড়ে পাখি ফিরে যায়
কালো ছায়া চিরে
গতিপথ থেমে যায়
সংসারে ফিরে
মুঠি মুঠি আধার হাতে
চলি একা রাতে
ভয় নেই ভুলে গেছি
সময়ের আঘাতে।
মনে পড়ে না ফোন দেব
ভোর হওয়ার পড়ে
মনে পড়ে না গান লিখে
শোনাই সুর দিয়ে
মনে পড়ে না সুযোগ পেলে
দাঁড়িয়ে থাকি ফুল হাতে
মনে পড়ে না অঝর ধারার
ভিজে গিয়ে ছাদে,
শুধু মনে পড়ে জীবন সংসার
ক্ষয়ে যাবে তোমার সাথে।
[রাসেল হোসেন, ০৪-০২-১৪]