ইচ্ছাগুলো সব
আপন নদীর মত দুর্বোধ্য
ঈষৎ ঝড়েই উল্টে ফেলে
দাবার বোর্ড!
চায়ের কাপে ভেসে থাকা মৃত পিঁপড়ায়
জ্বলতে থাকা সিগারেটের দমবন্ধ আয়োজনে
গনমানুষের সুতীব্র বাজারি চিৎকারে
ইচ্ছাগুলো সারাদিন শুদ্ধ আক্ষেপে সংযম করে!
তারপর!
তারপর পড়ে থাকে নিথর হৃদয়ের উল্লাস!
আয়নাঘরে দেখা প্রতিবিম্বে দু’এক ফোঁটা অশ্রু
তিমির দ্যুলোকে নক্ষত্রের একাকীত্ব আর
জীবিত, মৃত, মৃতপ্রায় মানুষের ইতিহাস!
আমি তখন
গৌতম বুদ্ধের সাথে আড্ডায় নিমগ্ন থাকি!
মাঝেমাঝে তিনি খুব নির্লিপ্ত থাকতে পারেন
ঠিক আমার মত!
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০