তোমার শূন্যতায় তোমায় পাইনি বলে
ইচ্ছেগুলো সব অবিনশ্বর হয়ে গেছে!
যেমন তোমার নশ্বর মন থেকে
উড়ে আসা, অনুভূতির আগুনে
পুড়ে যাওয়া শব্দগুলো একের সাথে
অপরের মিথস্ক্রিয়ায় হয়ে গেল
কবিতার আবরণে এক অমর উপাখ্যান।
আমি অমরত্বের কাছ থেকে
কয়েকখণ্ড শব্দ কুড়িয়ে তোমাকেই
দেখাতে চেয়েছি জীবন মানেই
স্বপ্ন আর বেঁচে থাকার দূরত্ব নয়!
তোমার মুহূর্তের সাথে আমার মুহূর্ত
মিশে গিয়ে অস্তিত্বের তীব্র কোলাহলে
এই পরম সময়ের সাথে আমাদের খুনসুটি!
ইচ্ছেগুলোর সাথে লুকোচুরি খেলার প্রতিক্রিয়ায়
ক্ষত বিক্ষত মুক্তির আজন্ম স্বাদ
অন্যকোন ভুবনে জন্ম দেয় অনুভবের
শৃঙ্খল কিংবা মোক্ষের সুরের মূর্ছনা!
আমি সেই মূর্ছনায় অবগাহন করব বলেই
নশ্বর তোমার অস্তিত্ব থেকে চেয়ে নিয়েছি
তোমার শব্দমাখা কবিতার অবিনশ্বর সপ্নবিলাস।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩