শব্দ শব্দ ঘুমে জাগরন স্বপ্নবিলাস!
কাঁচ ভাঙা নৃত্যে মেঘের বিদ্যুৎ
একদিন আমার অন্ধকার খুঁড়ে
দেখেছিল অন্য কারো চোখে
দুফোঁটা অশ্রুর এক সমুদ্র ঝড়!
নাবিকের দিকহারা মৃত্যুর আয়োজনে
যে ঝড়ে ডুবেছিল একটি হৃদয়,
দুচোখের স্বপ্নে ভেসে থাকা একটি মুহূর্ত
আর মুহূর্তে মিশে যাওয়া আমার
আত্মিক শূন্যতায় তোমার অব্যর্থ তীর!
তবুও তীব্র বেঁচে থাকায় হাত রেখে বলি
ডুবে যাওয়া মানেই ধ্বংসের অবসাদ নয়!
সব কিছু ভেঙেচূরে শেষ হয়ে যাওয়ার
এক প্রহর আগেও আমি তোমার হৃদয় থেকে
কেঁড়ে নেব আমার হৃদস্পন্দনের শেষ আনন্দিত অস্তিত্ব!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬