সময়টা কেমন গুমোট, অথচ সন্ত্রাস কমে পেছে , রাস্তায় মিছিল নেই , হৈ-হট্টোগোল কম কিংবা কথায় কথায় দোষাদুষী নেই । তারপরও আমরা ভালো নেই । আমাদের এখনও বুকে আগের মতোই শংকা কাজ করে, আমাদের আয় উন্নতি নেই, বাজারের দ্রবমূল্য উঠছেই আমরা স্বস্তিতে নেই । আমরা জানি আমরা ভালো নেই ।
আমরা জানিনা কেন??
আমরা জানিনা আমরা কি চাই !!
অথচ আমরা কত কিছুই না পারি । কথায় কথায় রবীন্দ্র-নজরুল পাশ-ফেল নাম্বার দেই ? হাসিনা-খালেদার চুলচেড়া বিশ্লেষণ করি , ম্যাকগ্রা-মাশরাফীদের চটপট কোচিং টিপস দেই । অথচ আমরা জানিনা আমরা কি চাই ।আমাদের জানা নেই আমাদের কি করা উচিত?
তবে আমাদের জানা আছে আমাদের কোন সম্ভাবনা ছিল ? আমাদের কি পাবার কথা ছিল, আরেকটুর জন্য আমাদের কতকিছু ফসকে গেছে !।
আমি চোখ বন্ধ করে বলতে পারি ইরাক যুদ্ধ কতজন হতাহত হলো ? ব্রিটনী কবে মা হতে চললো । অথচ জানা নেই আমার পাশের বাড়ির শফিকের চাচা কেন রাজাকার ছিল , যশোরের ভবদহে কেন লাখ মানুষ সারা বছর পানি বন্দী থাকে ।
আমি জানি জানি ঢাকাই ছবি অশ্লীল , ছবির কোন গল্প থাকেনা
আর হলিউড -বলিউড আমাকে শালীনতার সংগা শেখায় !
অথচ আমি জানি না আমার ক্লাসের সিলেবাস , ক্লাস করি না কেননা মাস্টাররা কিছু জানেনা ,পড়লেখা করা হয়না কেননা এ শিক্ষা জীবনমুখী(!!) নয় ।
আমি জানি রাজনীতি মানেই খারাপ আর পুজিঁবাদী অর্থনীতি অনেক ভালো । আমি জানি পুজিঁবাদ আমার সারারাতের কথা বলার খরচা যোগায়, সব ফ্রি , পণ্য কিনলেই গাড়ি-বাড়ি । সব বিক্রি হয়ে গেছে এবং যাচ্ছে। আর যা কিছু ভালো আছি তার সংগে ।
আমিই সব্যসাচী, আমার সব জানা বলে আমার আর তোমাকে জানা হয়না ।
মন তুমি কি চাও ??
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৭ রাত ১১:১০