প্রতিটি ব্যর্থতা, ক্লান্তি কী অস্পষ্ট আতমচিন্তা নিয়ে আসে ।
সতত বিশ্বাস হয়,প্রায় সব আয়োজনই হয়ে গেছে, তবু
কেবল নির্ভুলভাবে সম্পর্ক স্থাপন করা যায়না এখনও ।
সকল ফুলের কাছে এত মহোময় মনে যাবার পরেও
মানুষের কিন্তু মাংসরন্ধনকালীন ঘ্রাণ সবচেয়ে বেশী ভালোবাসে ।
বর্ণবলপেন গুলি কাছে গেলে অর্থহীন, অতি স্থূল বলে মনে হয় ।
অথচ আলেখ্য শ্রেণী কিছু দুরত্ব হেতু মনোলোভা হয়ে ফুটে উঠে।
হে আলেখ্য, অপচয় চিরকালই পৃথিবীতে আছে ;
এই যে অমেয় জল - মেঘে মেঘে তনুভূত জল-
এর কতটুকু আর ফসলের দেহে আসে বলো ?
ফসলের ঋতুতে অধিকাংশ শুষে নেয় মাটি
তবু কি আশ্চর্য, দ্যাখো উপবিষ্ট মশা উড়ে গেল
তার এই উড়ে যাওয়া ঈষত সংগীতময় মনে হয় ।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৭ রাত ২:৪৮