বাঙগালি জাতি বড়ই অভাগা , ইতিহাস অন্ততঃ তাই বলে। এই ইতিহাস ছাগু-হাগু-পাদুদের মন গড়া ইতিহাস না , কিংবা পাঠ্যবইয়ের ইতিহাস পড়ে বলছিনা। এ ইতিহাস আমাদের হাজার বছরের নৃ-তাক্ত্বিক ইতিহাসের কথা । সেই ইতিহাসের সাথে আরো একটি দুর্ভাগ্যের পালক যুক্ত হলো ....
তিঁনি রাজনীতি করবেন না । আমাদের ত্রাণকর্তা (!!) আমাদের মুক্তির পথ না দেখিয়ে রাজনীতি পরিত্রাণ করলেন । হায় , হায় এখন আমাদের কি হবে ??? আমি ভেবে কুল পাইনা ।
তিনি সংগী খুজেঁ পেলেন না (?) এ চৌদ্দ কোটি মানুষকে তিনি তাঁর সংগী করতে পারলেননা (ছিঃ ছিঃ কি দুর্ভাগ্য আমাদের!!! , জানিনা সেই সব কু-চিন্তাশীল সুশীলরা কোথায়??)
অথচ কত কথাই না ছিল .....
কত স্বপ্নই না দেখেছিলাম - একটাকায় ৮ মন চাল কিনে খাব ,আবার গোয়াল ভরা গরু-পুকুর ভরা মাছ থাকবে , আমাদের বুকের ছাতি বড় হয়ে যাবে ... আমাদের নিত্যদিন নতুন পোষাক কিনতে হবে কেননা আমাদের বুকের ছাতি ক্রমাগত বাডতে থাকবে..... বাড়তে বাড়তে ঠাস !!
হুট করে সব স্বপ্ন থেমে যায় । আমি চুপশে যাওয়া বেলুনের মতন মিয়য়ে পড়ি । কারণ তিনি রাজনীতি করবেননা ।
আমার সব আশার গুড়ে বালি ছিটিয়ে দেয় কোন চতুর্থ শক্তি(নিশ্চয়ই তৃতীয় শক্তিকে থামাতে চায় কোন চতুর্থ শক্তি-- যদিও তাদের আকার-আকৃতি-বর্ণ জানিনা বা বোঝার চেষ্টা করিনা)??
কি অভাগা আমরা, কি দুর্ভাগ্য আমাদের !!! আপনাদের শিক্ষার কি অভাব (!!)আপনারা কেউ এসএমএস করলেননা । অথচ একটা এসএমএস করলেই আলাদ্বীনের চেরাগ এসে বদলে দিত সব । সেই বাংলাদেশে তখন শুধু এসএমএস করলেই ফিরতি এসএমএস এ পেয়ে যেতেন আপনার স্বপ্নের বাংলাদেশ
। ধিক , ধিক আমাদের পড়লা কপালের ।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৭ রাত ১:৪৭