ব্লগে মাঝেমাঝেই একটা প্রশ্ন উঠতে দেখি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে। কেউ কেউ মানতে রাজি না ৩০ লক্ষ শহীদের ব্যাপারটা। যদিও এই বিষয়ে বেশ কিছু প্রমাণ রয়েছে।
Donald Beachler তাঁর “The politics of genocide scholarship: the case of Bangladesh” (Patterns of Prejudice, 41:5, 2007, pp467 - 492) জার্নাল পেপারে এই বিষয়ে বিশদ কিছু তথ্য তুলে ধরেন এবং তিরিশ লক্ষের ব্যাপারটা জাস্টিফাই করেন। নিচে তার কিছু চুম্বক অংশ তুলে ধরলাম।
আমেরিকান পলিটিক্যাল সাইন্টিস্টস Richard Sisson and Leo E. Rose (গণহত্যা হয়েছিল তা তারা স্বীকার করেন নি) বলেছিলেন প্রায় তিন লক্ষের মত মানুষ মারা গিয়েছিল [১]। Kalyan Chaudhuri বলেছিলেন ১২,৪৭,০০০ এর মত মানুষ মারা গিয়েছিল যদিও তিনি স্বীকার করেছিলেন যে তার হাতে কমপ্লিট ড্যাটা ছিল না [২]। R. J. Rummel হিসেব করেছিলেন দেড় মিলিয়নের মত মানুষ মারা গিয়েছিল [৩]। কিন্তু এইসব তথ্যই ভুল প্রমাণিত হয়েছিল। সাংবাদিক Sydney Schanberg হিসেব করে দেখিয়েছিলেন যে, বিদেশি দূতাবাসের কর্মকর্তা আর বিদেশি পর্যবেক্ষকদের মতামত নিয়ে, পাকিস্তানি আর্মিদের হাতে নিহত হওয়া সব মানুষকে হিসেব করা হলে আর আর রিফুইজি হিসেবে পালানোর সময় আর্মি আর তাদের দোসরদের হাতে নিহত হওয়া সব মানুষকে গনণা করলে মৃতের সংখ্যা ৩ মিলিয়নই হবে [৪]। যা শেখ মুজিবর রহমান তাঁর ভাষনে বলেছিলেন। তিন মিলিয়নের স্বপক্ষে আরেকটি বড় দলিল আসে এ. এম. এ. মুহিতের কাছ থেকে। তিনি হিসেব করে দেখিয়েছিলেন তিন মিলিয়নই মারা গিয়েছিল যুদ্ধের সময়ে [৫]।
আরেকটি খুব শক্ত প্রমাণ পাওয়া যায় ড. মাহবুবুর রহমানের “বাংলাদেশের ইতিহাসঃ ১৯৪৭-৭১” বইয়ের মুক্তিযুদ্ধের নয় মাস অধ্যায় থেকে (পৃ. ৩১০)। জনসংখ্যার হিসেব করলেই এটি স্পষ্ট কতজন মারা গিয়েছিল। ১৯৬৯ সালের জুন মাসে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল ৬৯৮ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনা করলে ১৯৭৪ সালের আদমশুমারিতে জনসংখ্যা ৮০১ লাখ হবার কথা। কিন্তু বাস্তবে তা ছিল ৭৬৪ লাখ। যা প্রায় ৩৭ লাখ কম ছিল। তাই ৩০ লাখ মানুষ মারা গিয়েছিল যুদ্ধে এটি যথেষ্ট বাস্তবসম্মত। ছবিতে দেখুন।
ড. মাহবুবুর রহমান বিষয়ক তথ্যের জন্য কৃতজ্ঞতাঃ এম এম আর জালাল ভাই, অমি রহমান পিয়াল ভাই
রেফারেন্সঃ
১. Sisson and Rose, War and Secession.
২. Kalyan Chaudhuri, Genocide in Bangladesh (Bombay: Orient Longman 1972)
৩. R. J. Rummel, Death by Government (New Brunswick, NJ: Transaction Publishers 1997)
৪. Sydney H. Schanberg, ‘Bengalis’ land a vast cemetery’, New York Times, 24 January 1972, 1
৫. A. M. A. Muhith, Bangladesh: Emergence of a Nation, (Dhaka: University Press 1992)
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৪