আমি যখন ভরা আমাবস্যার কালে
পথ হারিয়ে দিশেহারা,
কে তুমি আসো ছেড়া সময়ের জালে
হাতে নিয়ে আলোকবর্তিতা।
দু হাত ভরে যেন ছড়িয়ে দাও চারিধারে
এক কোমল অনন্ত উন্ষতা।
সেই ছোয়ায় আমার পৃথিবী জেগে উঠে
আর তুমি দাও তার পূর্ণতা।
যেন বরফ যুগের শেষে
সবুজের কলতানে
পৃথিবী হয়ে উঠে মুখর,
অন্তর যেন সাজে তার পূর্ণ শ্যামলে
আধারের হাহাকারকে দুরে রেখে দুরে
দৃষ্টির সীমানাকে ছড়ায়ে দীগন্তের পানে
আমি যখন তোমার সপ্ন আকি
অদৃষ্টের বেড়াজালে হঠাৎ হারায়ে যাও
যেন আমাকে দিয়ে ফাকি।
তবুও তাকে ডিঙিয়ে
তোমায় পাওয়ার সাধ হয়
তাই যেন আজো সপ্ন খুজি
যদি বিধাতার লিখন ডিঙিয়ে সকল ভয়
তুমি হও এ মনের মাঝি।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১১ রাত ২:৫৩