আমি বেঁচে থাকি এই পৃথিবীতে, পার করি একেকটি দুঃস্বপ্নের রাত
আমি প্রার্থনা সাজাই মনে মনে, কেটে যাক সব অনাকাঙ্ক্ষিত আধার।
একখণ্ড সুন্দর বাসযোগ্য ভূমি চাই, যেখানে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায়
যেখানে বুলেটের নয়, দাম আছে মানুষের,
যেখানে শকুনিরা ছিঁড়ে খায় না বিদীর্ণ মস্তিস্ক কোন লাশের।
যে পৃথিবীতে কানে বাজবে না কোন জঙ্গিবিমানের আওয়াজ
কিংবা,
চোখে ভাসবে না কাঁটাতারে ঝুলে থাকা কোন ফেলানির লাশ।
ধরণীর কোন প্রান্তরেই আছড়ে পড়বে না
কোন ফিলিস্তিনি শিশুর কান্না,
ইরাক, আফগানিস্তানে দেখতে হবে না সম্রাজ্যবাদের মহড়া।
ক্ষুধার্ত কোন মানবসন্তান খাবে না ডাস্টবিনের পচা খাবার
কারণে অকারণে শোনা যাবে না অস্ত্রের ঝনঝনানি আর।
যেখানে খালি হবে না আবু বকরদের মায়ের বুক
বেডরুমে পরে থাকবে না রক্তাক্ত সাগর-রুনি,
শুনতে হবে না আর বিশ্বজিতের বেঁচে থাকার আকুতি।