পথিক দাড়াও। বলি,
শোন কান পেথে।
কি ফেলে এসেছো পিছনে?
জীবনের প্রান্তে, সময়ের শেষে,
আজিকে ডাকিছে তোমায়,
পারি দিতে হবে নিরালোকের দেশে।
পারি দিতে হবে বিধাতার কাছে ওপারে।
সিন্ধুর এপারে যা খেলেছো,
জিজ্ঞাসিত হবে, যা ছিল জীবনের তরে।
বিধির বিধান হবে না খন্ডন।
করিওনা অবহেলা জগতে।
মরণ ডাকিছে তোমায় হাতছানিতে।
তাই বলি শোন,
যে জন সারা দিল প্রভু ডাকিলে
তাহারই শান্তি, তাহারই মুক্তি পরকালে।