কি লেখব বন্ধুগন জানিনা। অনেক বছর পর ব্লগে লেখতে বসলাম। অনেক বসন্ত পার করে আসছি। আরব বসন্ত নয় আবার, অষ্ট্রেলিয়ার বসন্ত কথা বলছি।
অষ্ট্রেলিয়ায় গিয়াছি ২০০৭, হাটি হাটি করে প্রায় ৫ বৎছর পার হলো। একটু চোখ বুলে নেই কি পেলাম আর কি পেলাম না।
*২০০৭ এপ্রিল ৭ তারিখে সিডনীতে অবতরন করলাম।তিন বন্ধু হাসান ভাই, রেজা ভাই ও টিপু ভাই আমাকে এয়ারপোর্ট থেকে রিসিপ্ করলো।
*২০০৭ এপ্রিল ৯ তারিখে অষ্ট্রেলিয়ায় সর্বপ্রথম ক্লাশে জয়েন করলাম।TAFE Institute-Ultimo তে।
*২০০৭ আগষ্টে সর্বপ্রথম একটা পার্ট টাইম জব কিসমতে মিল্ল।রেস্টুরেন্টেরনাম:
Ice Berg Dinning Room & Bar । এরপরে পালাবদল শুরু হলো ঢুকা আর ছাড়ার । যেমন Gebran Restaurant (Bankstown),Chefs on the Run, Compass group (Australia) Private Ltd, Al seasons Hospitality Group,
La Cucina Italian restaurant আরো কত জায়গা করেছি আর ছেড়েছি তার হিসাব কি রাখি বলো?
*২০০৮ এ জানুয়ারিতে আমি The Illawarra Business college এ Diploma in Hospitality Management দুই বৎসরের কোর্সে ভর্তি হই।
* ২০০৯ ডিমসম্বরে আমি ডিপ্লোমা দুই বৎসরের কোস্ সমপ্ন্ন করি।
*২০০৯ ডিসেম্বরে আমি অষ্ট্রেলিয়া টি.আর জন্য আপ্লাই করি।
*২০১১ সেপ্টম্বরে আমার টি.আর Approve হয়।
*২০১১ অক্টবরে আমি দেশের উদ্দেশ্যে পারি জামাই।
*২০১১ ডিসম্বরে ২৩ তারিখে আমার শুভ বিবাহ সমপন্ন হয়।
মাঝখানে অনেক দিন পার করেছি, দিন কে দিন, সপ্তাহ আর সপ্তাহ, মাস কে মাস গেছে। শুধু কাজ আর কাজের ঝি করেছি, বলতে লজ্জা কি। কি আছে সেই দেশে। কোন স্বাদ পাই না এই ভিন দেশে।কাজ করেছি অনেক, খাটুনি করেছে, হাড় খাটুনি কাজ কিন্ত মনের শান্তি কোথ্ও খোজে পাই নি।হুম এখন একটু দম্ ছেড়ে বাচতে ইচ্ছা করে। তাইতো ৪ মাস হতে চল্লো দেশে পরে আছি, মনে হয় এখন বেকার বসে আছি, ইচ্ছা হয় না সে দেশে আর যেতে। কিন্তু রোজগারের জন্য আবার যেতে হবে বই কি। আল্লাহ তুমি আমার উপর করুনা করুন প্লিজ্।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১২ সকাল ১১:২৮