অনেক দিন পরে আবার ব্লগে লেখতে বসলাম। অনেকেরই চিন্তে পারছি না। যাদেরকে চিনি তাদেরকেও ব্লগে পাচচ্ছি না। আসলে জীবনটাই আকা বাকার পথ।
আমার এই সিডনী লাইফে জীবনের অনেক মোর গুড়িয়ে দিয়েছে। জানিনা লক্ষ্য পথ কোনদিকে। কিসের জন্য আসছি, কি করব বুঝি উঠতে পারছি না। জানি শুধু এতটুকু আমরা হচ্ছি একটা মেশিন যে মেশিনে শুধু ইন্সট্রাকশন দেয়, মনের মাধুরি, মানবিকতা, স্বাধীনতা বলতে কিছুই থাকে না।এখানে আসা মানে হচ্ছে কাজ আর কাজ দেওয়া। কোথাও গোড়তে যাওয়া বা বেরাতে যাওয়া কারো ফোরসত হয় না। আর বাহিরে বেড়ালোও পয়সার কথা সব সময় মাথায় থাকে।কিসের লেখাপড়া, কিসের সার্র্টফিকেট কিসের ক্যারিয়ার এখানে। শুধু কাজ আর কাজ। আমরা যেটাকে বলি কামলা আর কামলা।তাও আবার নিচু জাতের কামলা। Kitchen hand, cleaning, Dish washes এই কামলাগুলোই আমাদের ভাগ্যে জোটে।হোক না সে স্টুডেন্ট বা রেসিডেন্স বা সিটিজেন্স।গুরিয়ে ফিরিয়ে এই কামলাগুলোই করতে হয়। যারা একটা ভাল অবস্থা তারা সিকিউরিটি বা ট্যাক্সি চালিয়ে নিজেকে গর্বন্বিত করেন। আর লাইফের বিলাসিত এখানে অনেক। আপনি ডলার সেভ করবেন কিভাবে? বাসা ভাড়া, খাবার, বিল শোধ করতে আপনার অর্ধেকের বেতন থেকে চলে যাবে। ।এখানে প্রতিমুহুর্তে আপনার কাছে ডলারের হিচ্ছা চাবে।
হায়রে আমার দেশ। আমার দেশের মানুয়েরা মনে করে সে না কতো আরাম আয়েশ আছে, কতো ডলার ইনকাম করছে। ইনকাম করছে ঠিকই, কিন্তু তার বয়সের আয়োটাতো সি নিজেই কমিয়ে দিচ্ছে।
আর কত দিন এই লাইফ। শুধূ মেশিনের চাকার মতো ঘোড়তে থাকবে। একটু দম ফোরসত নেবে না।