অটোই করে আসতেছিলাম বাসার দিকে।
একটা মেয়ে বসেছে আমার সামনের ছিটে।
খানিক যাওয়ার পরে অটো দাঁড়ালো
একজন যাত্রী উঠবে, তার হাতে আবার
এক গোছা রড।
আমি সাইড দিলাম বসার জন্য।
তার হাতের জিনিস গুলা রাখবে পায়ের কাছে..
আমি পা সরিয়ে রাখার জায়গা করে দিলাম।
মেয়েটা আগে থেকেই একটু দূরে সরে বসে
আছে। লোকটি তার হাতের রড গুলো নিচে রাখলো।
সাথে সাথেই মেয়েটি চিল্লায় উঠলো..
উফফ কত্ত বড় একটা এক্সিডেন্ট হয়ে গেলো!
আপনি দেখে শুনে মাল রাখবেন না..
লোকটি: কেন আপনার কি পায়ে লেগেছে ?
মেয়েটি: আর একটু হলেই তো আমার
পায়ে লাগতো!
(পায়ে লাগেনাই তাই এই চিল্লান দিল, লাগলে কি অবস্থা হত "আল্লাহয় জানে )
বলেন তো মেয়েদের কি মাথায় কিঞ্চিৎ প্রব্লেম আছে ?