আমি সেদিন থেকে আর দেখতে পাইনা
যেদিন শ্রীরামপুরের মাঝবিলে দেখলাম
উন্মত্ত শিকারীর গুলিতে ছটফট করছে
প্রেমলীলায় মত্ত
দুটি নিষ্পাপ শাদা বক।
আমি সেদিন থেকে আর শুনতে পাইনা
যেদিন জ্বলন্ত রোম নগরীতে
আমার কানে ভেসে এসেছিল
সম্রাট নিরোর পৈশাচিক বাশির
রক্তমাখা সুর।
আমি সেদিন থেকে আর ভালোবাসতে পারিনা
যেদিন বরুনা সুনীলকে বলেছিল;
ভালোবাসা কোনো রঙিন কোর্তা নয়, যা
চৌধুরীদের হাটে দু পয়সায় কেনা যায়।
আমি সেদিন থেকে আর স্বপ্ন দেখিনা
যেদিন জীবনবাবু এসে বলেছিলেন;
সবকিছুই মিছে, বণলতা সেন?
ও তো আমার কল্পনা, স্বপ্ন নয়।