আমি হলাম একটি কুকুর ভূসির ঘরে থাকি
হেসে খেলে বেড়ায় সদা কপাল আমার লাকি।
খড়ের চালা খড়ের বেড়া দেখতে দারুণ বাড়ি
দিনে ঘুমায় রাতের বেলায় চোর বদমাষ তাড়ি।
এক হয়ে যায় সুযোগ পেলে পাড়ার কুকুর যারা
অন্য পাড়ার আসলে কুকুর তাদের করি তাড়া।
ঘেউ ঘেউ ঘেউ ডাকি মোরা করি ছুটাছুটি
সাঝের খাবার সাঝে খুঁজি থাকি মোটামুটি।
অনুষ্ঠানে প্রভুর বাড়ি মাংস হাড়ি হাড়ি
ফেলে দেয়া হাড় , মাংস লাগে মজা ভারি।
কোনো সাঝে পাইনা খেতে কোনো সাঝে পাই
রাতে চোর তাড়াই বলে প্রভু দিছেন ঠাঁই।
জমি জমা নাই কিছু মোর থাকি প্রভুর ঘর
সবাই আমার হয় যে আপন সবাই আবার পর।
রাত্রি জেগে সকাল বেলা ঘুমাই আমি যখন
দুষ্টু ছেলে ইটপাটকেল ছুড়ে মারে তখন।
ছুটে পালায় ইটটি খেয়ে মানুষ হতে দূরে
জীবন কাটে অর্ধাহারে বাড়ি বাড়ি ঘুরে।
নষ্ট খাবার করি সাবাড় আবর্জনা যত
খেয়ে আমি জীবন কাটাই গরিবদেরই মতো।
কাতি মাসে আদি কামে মেতে উঠি মোরা
সেই কামেতে দিসরে বাঁধা সৃষ্টি সেরা তোরা।
লাঠি সোটা ইটটি গোটা মারিস পিঠের পানে
দিন যাবে তোর বেসাহিতে বলিস লোকের কানে।
ছি ছি ছি করে কিরে আমার বাড়ির পাশে
মোদের দেখে কেউ বা আবার মিটমিটিয়ে হাসে।
কেউ বা আবার চিৎকারেতে মারে লাঠির বাড়ি
আমরা কুকুর দুঃখে থাকি তোদের সাথে আড়ি।
ফি বছরে একটা সময় বাঁচাত্ মোদের বংশ
আদি কাজে যে যাই পারি নিই সবে তাই অংশ।
বুদ্ধি বেশি মানুষ তোরা দিসরে সদাই ধিক
মোদের বেলায় ঝুটঝামেলা তোদের বেলায় ঠিক।
বলবো আজি উচিত কথা থাকবো না আর ডরে
যাস তবু ক্যান মানুষ হয়েও গণিকাদের ঘরে?
কুকুর বলে দিসরে গালি তোরাই ভালোর জাত
ভালো যদি হবিই তোরা হোস কেনো বদজাত?
খুন খারাবি হানাহানি গীবত যথা তথা
উচিত কথা বললে তোদের লাগবে মনে ব্যথা।
রাস্তা দিয়ে চলার সময় পরের মেয়ে দেখে
খারাপ কথা বলিস কেনো ঘাপটি মেরে থেকে।
পরের জমি পরের বউ সব দিকে তোর লোভ
আমরা কুকুর অধম হলেও এটাই মোদের ক্ষোভ।
বুদ্ধি বিবেক নাই কিছু তাই করি আদি কাম
মানুষ হলেও তোদের শুনি হজারও বদনাম।
উপর উপর ফিটফাট আর মনের ভেতর রিরংসা
নষ্ট কাজে পুষ্ট হয়ে করিস নিজের প্রশংসা।
শোকর করি খোদার কাছে কুকুর দিছেন বানায়
মানুষ যেনো হই না কভু প্রার্থনা আজ জানাই।
(রাসেল আহমেদ মাসুম)