হাসেমের দুই ছেলে হয়ে গেছে নষ্ট
সেই শোকে হাসেমের বেড়ে গেছে কষ্ট।
বৈকালে ছুটে যায় হাওয়া খেতে নদীতে
বাড়ি ফিরে সারা রাত শুয়ে থাকে গদিতে।
ঘুম নেই খিদে নেই তবু বাড়ে মেদটা
পয়সার কেরামতে বেড়ে চলে জেদটা।
হার্ট, প্রেসার, ডায়াবেটিস সব তার সঙ্গী
ডানে যেতে বায়ে যায় কাজে নাই ভঙ্গি।
চারিদিকে নাই লাভ আছে শুধু ক্ষতিরে
ইদানিং কেনো জানি প্রাণে নাই গতিরে।
শেষকালে বেড়ে গেছে হৃদয়ের জ্বালাটা
ঘুষ খেয়ে পায়নি সে বিজয়ের মালাটা।
আফসোস! আফসোস! হতাশার চিৎকার
দেয় হাসেম বারবার নিজ প্রাণে ধিক্কার।
সুন্দরী বউ ঘরে নাই তবু সুখটা
সব পেয়েও নাই কিছু ধুধু করে বুকটা।
অন্যের হাত ধরে বউ গলো পালিয়ে
ছেলে গেলো রসাতলে কুলমান জ্বালিয়ে।
(রাসেল আহমেদ মাসুম)