তিন প্রলাপের শব্দফুল
___________________১
পাতায় পাতায় কষ্টের শব্দফুল আঁকি;
-লিখি যা বলা হয়না বা বলতে পারিনা।
চারপাশে এত আনন্দ আয়োজন, দুঃখ বোনা যায়না।
মুখবন্ধি কাচেরবৈয়াম পেলে ভালো হতো-
সমস্ত আবেগ তাতে জমিয়ে রাখতাম।
বয়েস বেড়ে গেলে পড়ে অতীতের ভালো লাগা গুলোকে ভুলের নৌকা মনে হয়
জনদৃষ্টিহীন জলাশয়ে তাকে ডুবিয়ে দিলে স্মৃতির পাতা ভারি হতো না।
___________________২
বুকের বাগানে সুগন্ধী রুমাল পুষছি
ভাঁজে ভাঁজে... বাকিটুকু পড়ুন
