মিলন কোথায় যাও
আমি যেখানে যায় তোমাকে কৈফিয়ত দিতে পারবোনা নীলু।
ক্যানো কৈফিয়ত দিবেনা? আমি তোমার বউ আমাকে তোমার বলতে কি সমস্যা?
আছে প্রবলেম আছে যাও এখন আমার সামনে থেকে।
আজকাল মিলন মদ বারগুলোতে বেশি যাচ্ছে। অসভ্য মেয়েগুলো তার এখন খুব ভাল লাগে।
বউকে তেমন সময় দেইনা। সারা মাসে যা ইনকাম করে অর্ধেক মদের আসরে ঢালে।
এদিকে অসহায় বাপ মা হারা নীলু মূখ বুঝে নিরব কষ্ট সহ্য করে করে যাচ্ছে।
অথচ এই নীলুকে বিয়ের আগে মিলন মন প্রান উজাড় করে ভালোবাসতো। এক কলেজে পড়ার সময় তাদের ঘনিষ্ট মেলামেশা শুরু হয়েছিল প্রেম ভালোবাসা অতপর বিয়ে।
নীলু জানতোনা আজকের এ ভদ্র মিলন কতটা খারাপ। বিয়ের আগে নীলুকে একটা দিন না দেখলে মিলনের চোখের অশ্রুতে ভূতল সাগর হয়ে যেত।
আর বিয়ের রাত থেকে রাতারাতি পালটে যায় মিলন। বিয়ের রাতে মদ খেয়ে ঘরে এসেছে মিলন মাতলামি করে। নীলুকে ঘরের দাসী হিসেবে বিয়ে করেছে এই মিলন।
সব মুখ বুঝে নিজেকে মানিয়ে নিয়েছে।
বিয়ের আগে নীলুর কত আশা ছিল তা আজ আস্তে আস্তে বিবর্ন হতে শুরু করছে। খুব আশা ছিলো একটা কিউট বেবির মা হবে নীলু। বেবি কে নিয়ে সারাদিন সময় কাটাবে। মিলনকে নীলু এটা অনেক বলেছে কিন্তু মিলন বেবি নিতে চাইনা। মাঝে মাঝে নীলু ইহলোক ছাড়তে চাই। মিলনের মুখ দেখলে মরনের চিন্তা তার মন থেকে হারিয়ে যায়।
বাস্তব মানুষকে চেনা বড় দায়।
মিলনের মত পুরুষ আজ ঘরে ঘরে। বোনেরা তোমরা সতর্ক হও। প্রেম করে ভেবে চিন্তে তার গলায় মালা দাও। তা না অনল দহনে পুড়বে সাড়াটিজবন।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩