সামহোয়্যারে যার সাথে আমার ফেইস টু ফেইস প্রথম পরিচয় তিনি আমার শ্রদ্ধেয় ব্লগার মানুর রশীদ ভাই।
গত প্রায় দু-বছর যাবত ব্লগার মামুন রশীদ ভাই সামুতে নেই। জানিনা তিনি কি কারনে সামুতে নেই?
আমি প্রায় দিন উনার ব্লগে ঢুকে দেখি উনি আবার ফিরে এসেছেন কিনা আমাদের মাঝে।
আমাদের জন্য নতুন পোষ্ট করেছেন কিনা।
কিন্তু না সেই ২০১৪ ডিসেম্বরের পোস্টাই দেখি সর্বশেষ পোষ্ট ব্লগিং মাধ্যমে বাংলা সাহিত্য চর্চা ।
এতো দিন আশায় ছিলাম হয়তো শ্রদ্ধেয় প্রিয় মামুন রশীদ ভাই একদিন না একদিন আমাদের মাঝে ফিরে আসবেন।
কিন্তু আজ উনার ব্লগে ঢুকে নিরাশ হয়ে গেলাম। না আজো উনি আমাদের মাঝে ফিরে আসেননি।
কেন মামুন রশিদ ভাই আমাদের মাঝে আসছেন না নিশ্চয়ই জানা আপুর অজানা নয়। অজানা না পুরো সামু মডারেটরের।
কারন মামুন রশীদ ভাইর সাথে জানা আপু সহ সামুর পুরো মডারেশনের সু- সম্পর্ক ছিল বলে আমি জানি।
কিন্তু তবুও কেন প্রিয় মামুন রশীদ ভাই আমাদের মাঝে নেই?
আমি জানি মামুন রশীদ ভাই শুধু একা আমার শ্রদ্ধেয় প্রিয় ব্লগার নয় শতশত নতুন পুরাতন ব্লগারের প্রিয় মানুষ।
আমার আরো একজন প্রিয় ব্লগার ছিলেন যিনি আমি সামুতে আসার আগেই সামু থেকে চলে গেছেন।
তিনি হলেন সবার পরিচিত ব্লগার সুরঞ্জনা আপু।
আমি সামুতে আশার আগেই প্রিয় সুরঞ্জনা আপুর লেখা গুলি পড়তাম।
কিন্তু মন্তব্য করতে পারতামনা। কারন সামুতে নিবন্ধন না করে মন্তব্য করা যায়না।
যখন আমি সামুতে নিবন্ধন করলাম ঠিক তার কয়েক মাস আগেই সুরঞ্জনা আপু সামুতে আশা বন্ধ করে দিলেন।
তাই আর কোন দিন সেই সুরঞ্জনা আপুর নতুন লেখা আমার পড়া হয়নি। হয়নী আর আমার মন্তব্য করা।
এই তো কয়েকদিন আগেই মামুন রশীদ ভাইর ফেইসবুক গ্রুপ সিলেটের ব্লগার নামক গ্রুপে দেখি সুরঞ্জনা মেঘ নামক ব্যক্তির একটি পোস্ট। উনি উনার কম্পিউটারের একটা সমস্যা নিয়ে পোষ্ট করেছেন। আমার সন্দেহ হলো উনি হয়তো আমার সেই প্রিয় ব্লগার সুরঞ্জনা আপু। আমি উনার ইনবক্সে উনার ব্লগের উপরে লেখাটা পাঠালাম।
উনি আমাকে বললেন আপনি এই লেখা কোথায় পেলেন এটা তো আমার ব্লগের লেখা। আমার আর বুঝতে অসুবিদা হলো যে উনিই আমার সেই প্রিয় ব্লগার সুরঞ্জনা আপু। তারপর আমি আমার পরিচয় দিলাম। অনেক ক্ষন কথা হলো উনার সাথে ফেইসবুকে।
কেন মামুন রশীদ ভাইরা সামু থেকে হারিয়ে যান?
কেন হারিয়ে যান সুরঞ্জনা আপুরা?
নিশ্চয়ই উনার খুব স্বাভাবিক কারনে সামু থেকে চলে যাননি।
নিশ্চয়ই উনারা ব্যতিত হয়েই সামু থেকে চলে।
কি এমন ব্যথা যা উনারা সহ্য না করতে পেরে সামু থেকে চলে গেলেন?
যদি ব্যতিত নাই হতেন তবে কেন মামুন রশীদ ভাই উনার দশ (১০) বছরের পরিশ্রমের লেখা গুলি ডিলেট করে দিলেন?
নিশ্চয়ই খুব সাধারণ কারনে কোন ব্লগার এই কাজটি করবেনা।
শ্রদ্ধেয় মামুন রশীদ ভাই, সুরঞ্জনা আপু সহ আরো অনেক জানা অজানা সিনিয়র ব্লগার সামু থেকে হারিয়ে গেছেন।
কেন গেছেন নিশ্চয়ই জানা আপু সহ সামুর মডারেশনের অজানা নয়।
তাই আপনাদের কাছে এই নগন্যের অনুরুদ মিনতি আমাদের প্রিয় ব্লগারদের ফিরেয়ে আনুন।
আরো প্রাণবন্ত করুন আমাদের প্রিয় সামহোয়্যার ব্লগ'কে আমাদের প্রিয় ব্লগারদের পদচারনায়।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ৯:০৫