আমার কোন এক বন্ধু একদিন মজা করে বলেছিল মানুষ আর পুলিশের মাঝে অনেক পার্থক্য আছে।
আমি হাসতে হাসতে জিজ্ঞেস করেছিলাম আরে বেঢা পুলিশ ও তো মানুষেরই জাত তবে পুলিশ আর মানুষের মাঝে পার্থক্য আবার কিসের?
সে বললো হে পুলিশ মানুষের জাত তা ঠিক তবে ইউনিফরম পড়ার আগে।
ইউনিফরম পড়ার পড়ে উনারা মানুষ না পুলিশ হয়ে জান।
আমি আবার হাসতে হাসতে বললাম কি রকম একটু খুলে এবং বুঝিয়ে বলতো।
আরে বেঢা এটা বুঝিয়ে বলতে হয়না বুঝলি একদিন না এক দিন ঠিকি তুই বুঝে নিতে পারবি।
আমার ঐ বন্ধুটা সেদিন ঠিকি বলেছিল এটা বুঝিয়ে বলতে হয়না একদিন না একদিন বুঝে নেওয়া যায়।
আজ ঠিকি আমি বুঝে নিয়েছি পুলিশ আর মানুষের পার্থক্য ফেইসবুকে পাওয়া এই ছবি গুলি দেখে।
নিশ্চয়ই এই ছবি গুলি দেখে আপনাদেরও মানুষ আর পুলিশের পার্থক্য বুঝতে কষ্ট হবেনা।
অতি সহজেই বুঝে নিতে পারবেন আমার মতো করে।
ছবি সংগ্রহ- ফেইসবুক
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩