সামুতে একাউন্ট খোলার পরে সর্বচ্চ ৭ দিন পর্যবেক্ষনপূর্বক সেইফ করার শর্ত দেয়া হয়। কিন্ত এ রকম কত "৭ দিন" আসে আর যায় নিক সেইফ করার খবর থাকে না। কারো ৬ মাস, কারো ১ বছর বা একাধিক বছর অপেক্ষা করা লাগে আবার কেউ কেউ ধৈর্য্য হারা হয়ে সামু ছেড়ে চলে যায়।
"৭ দিনে" যদি নিক সেইফ করা না হয় তাহলে কেন “৭ দিনের” শর্তের মূলা ঝুলিয়ে রাখা হয়? তারচেয়ে বরং “অনির্দিস্টকাল” বা “সামুর মডুদের খেয়াল খুশিমত সেইফ করা হবে”র শর্তের মূলা ঝুলিয়ে রাখুন।
নচেত একটি স্বচ্ছ নীতিমালা তৈরী করা হউক নিক সেইফ করার বিষয়ে।
সামুর এসব সৈরাচারমূলক শর্তাবলীর খরগে হয়ত কারো কারো জীবনের শেষ কথাগুলো বলা হয়ে ওঠে না, আর একদা নিক সেইফ হওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় সামু এবং পৃথিবী থেকে সবার অলক্ষ্যে চলে যায়.........চিরদিনের জন্য............কিন্তু নিকগুলো থেকে যায় আনসেফ......বোবা হয়ে।
বিঃদ্রঃ মাল্টিনিকধারীদের নিক সেফ করতে অনির্দিস্টকাল সময় নিন ঠিক আছে, কিন্তু সিঙ্গেল নিকধারীকে অর্থাৎ এক আইপি এক নিকের ব্লগারকে অবশ্যই শর্তানুযায়ী "৭ দিনের" মধ্যে সেফ করতে হবে।
তা না পারলে শর্তে পরিবর্তন আনুন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫১