সম্প্রীতি সৌদি আরবের ৮ বাংলাদেশী নাগরিককে বিতর্কিত(!) পদ্ধতিতে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদ হিসেবে শাহবাগে প্রতীকী শিরচ্ছেদের মাধ্যমে প্রতিবাদকারীদের তথা ম্যাজিক মুভমেন্টের সকল সদস্যদের প্রথমেই অভিনন্দন জানাচ্ছি।
আর সবারমত হাত-পা গুটিয়ে বসে না থেকে তারা অন্তত তাদের সাধ্যের মধ্যে প্রতিবাদ করেছে এটাই কম কিসে?
আশা করি আগামী কোন প্রতিবাদ সমাবেশে তাদের দল আরও ভারী হবে, আরও জোরালো প্রতিবাদ হবে এবং ম্যাজিক মুভমেন্ট নামের প্রতিবাদী সংগঠনটি একদিন আরব দেশসমূহে বিপ্লবের জোয়ার এনে দেয়া বিপ্লবী সংগঠনগুলোর মতই সুনাম কুড়াবে সারা বিশ্বে।
তাই বিশেষকরে ব্লগারদের অনুরোধ করব আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত অন্যায়-অবিচার, অমানবিকতার বিরুদ্ধে বজ্র কন্ঠে আওয়াজ তুলে ‘ম্যাজিক মুভমেন্ট’ এর প্রতিটি প্রতিবাদ সমাবেশকে সফল করুন।
প্রতিটি প্রতিবাদ সমাবেশের আনুসাংগিক খরচের অর্থের যোগান আমরা সকল ব্লগাররা মিলে ব্লগ থেকেই চাঁদা হিসেবে তুলে দিব।
কিন্তু
আগামীতে যদি কোন বাংলার মায়ের সন্তান ভারতীয়দের দ্বারা বর্ডারে বা অন্য কোনভাবে বিনা বিচারে এবং অমানবিকভাবে মারা পরে, আর কোন মানুষ যদি সৌদি সরকার দ্বারা শিরচ্ছেদ হয়, যদি রাষ্ট্রপতি দ্বারা কোন খুনী/অপরাধী দণ্ড মউকুফ পায় এবং নিহতের পরিবার যদি রাষ্ট্রের কাছে বিচার না পায়, যদি ইজরাইল বোমার আঘাতে আর কোন ফিলিস্তিনীর প্রাণ যায়, আমেরিকার ড্রণ হামলায় যদি আর কোন নিরপরাধ আফগানি বা ইরাকীর প্রাণ যায় আর তখন যদি এই “ম্যাজিক মুভমেন্ট” এর ব্যানার বা এর সদস্যদের শাহবাগের মোড়ে প্রতিবাদকারী হিসেবে না পাই তাইলে “ম্যাজিক মুভমেন্ট” এর সকল সদস্যদেরকে দেয়া গদাম একটাও মাটিতে পরবেনা। সব গুলাকে উস্টা মারতে মারতে পাছায় বাঁশ ঢুকিয়ে হাতে ভাঙ্গা হারিকেন ধরিয়ে দিয়ে ব্লগ এবং প্রয়োজনে দেশ ছাড়া করব।
কে কে আমার পোস্টে বর্ণীত শর্তের সাথে একমত আছেন জানিয়ে যান।