উত্তরঃ লোকটিকে নির্দিষ্টকরে তার স্ত্রী গোলাপ ফুলটিকেই সনাক্ত করতে হলে প্রথমে তাকে তিনটা ফুলকেই ভাল করে যাচাই করে নিতে হবে, যেহেতু সঠিক ফুল সনাক্তের মাধ্যমে তাদের দুজনের জীবন বাচতে পারে। আর সুযোগ যেহেতু মাত্র একটি ফুল ছেঁড়ার।
তাই লোকটিকে তিনটি ফুলকেই পর্যায়ক্রমে পরম আদরে চুমো খেতে হবে। এভাবে পর্যায়ক্রমে যখন শালিকার ফুলটিকে পরম আদরে চুমো খেতে থাকবে তখন স্ত্রী ফুলটি নিশ্চয়ই তা সহ্য করতে না পেরে রাগে কেঁপে উঠবে । কারণ কোন স্ত্রী'ই তার সামনে তার স্বামীর লুলামী সহ্য করবে না। আর সেটা যদি হয় স্ত্রী'র সামনেই শালিকার সাথে লুলামী তাইলে মাইর একটাও মাটিতে পড়বে না।
(স্ত্রীরা নাকি চরম সন্দেহ প্রবণ হয়, এমনকি মুমূর্ষু অবস্থায়ও নাকি তারা তাদের স্বামীর উপর নজরদারী করতে ছাড়ে না)
ব্লগের আপুরা মাইন্ড খাইয়েন না আর খাইলেও নিজ দায়িত্বে খাইয়েন যাতে বিল আমাকে দিতে না হয়।
আর বিবাহিত ভাইদের স্বাধীন জীবন কামণা করছি। আপনারা সাবধানে থাকবেন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ দয়া করিয়া কেউ এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাবেন না।
Joke is just joke. Take it just as FUN.
ধাঁধাটি পড়তে চাইলে এখানে ক্লিক করুন