স্বামি, স্ত্রী ও সালিকা এক শীতের ভোরে বেরাতে যায়। ৩জন এক ফাকা জায়গা দেখে বসে কুয়াশা দেখছে।
শালিকা পাসে ১টা ফুলের বাগান দেখে সেখানে গেলো। বাগানে ঘুরতে ঘুরতে ১টা গোলাপ গাছ দেখতে পেল, গাছটার কাছে গিয়ে দেখে খুব সুন্দর ১টা গোলাপ। সে গোলাপটি ছিড়তে গেলো ঠিক সে সময় বাগানের মালি ছিড়তে বাঁধা দিলো। মালি বলল, তুমি যদি গোলাপটি ছেঁড়ার চেষ্টা কর তাহলে তুমিও গোলাপ হয়ে যাবে। মেয়েটি বাঁধা উপেক্ষা করে ফুলটি ছেড়ার চেষ্টা করার সাথে সাথে সেও গোলাপ হয়ে গাছে রয়ে গেল।
বেশ সময় ধরে স্বামী আর স্ত্রী অপেক্ষা করার পর স্ত্রী স্বামিকে বলে আমার ছোট বোন কোথায় গেল দেখে আসি। বোনকে খুজতে গেল বাগানে বাগানে গিয়ে দেখে ১টি গোলাপ গাছে ২টা খুব সুন্দর গোলাপ ফুল তার ফুল ২টা দেখে লোভ হলো, ফুল ছিড়তে গেল আবার মালি এসে ফুল ছিড়তে বারন করে, বোনের মত সেও বারন উপেক্ষা কের ফুল ছিড়তে চেষ্টা করে। বোনের মত সেও ফুল হয়ে যায়।
অনেক্ষন স্বামী অপেক্ষা করার পর স্ত্রী ও শালিকাকে খোজ করেত সেও বাগানে যায়। সেখানে মালিকে দেখে বলে, এখানে ২টা মেয়ে কি এসেছিল? মালি বলে এসেছিল কিন্তু তাদেরকে ঔ গোলাপ গাছের ফুল ছিড়তে নিষেধ করার পরও তারা ফুল ছিঁড়তে গিয়ে ২জনই গোলাপ হয়ে গেছে। তুমি যদি তাদেরকে বাঁচাতে চাউ তাহলে এখানে মোট ৩টা ফুল আছে ১টি আসল ফুল, ১টি তোমার শালিকা আর ১টি তোমার স্ত্রী। ৩টা ফুলের মধ্যে যেটা তোমার স্ত্রী ফুল হয়ে আছে সেটা যদি তুমি ছিঁড়তে পার তাহলে সবাই বেঁচে যাবে তা না হলে সবাই মারা যাবে। আর তোমার কাছে কেবল একটি ফুল ছেড়ারই সুযোগ আছে।
এখন আপনাদের বলতে হবে লোকটি তার স্ত্রী ফুলটিকে চিনবে কিভাবে।
সংযোজিত উত্তরঃ লোকটিকে নির্দিষ্টকরে তার স্ত্রী গোলাপ ফুলটিকেই সনাক্ত করতে হলে প্রথমে তাকে তিনটা ফুলকেই ভাল করে যাচাই করে নিতে হবে, যেহেতু সঠিক ফুল সনাক্তের মাধ্যমে তাদের দুজনের জীবন বাচতে পারে। আর সুযোগ যেহেতু মাত্র একটি ফুল ছেঁড়ার।
তাই লোকটিকে তিনটি ফুলকেই পর্যায়ক্রমে পরম আদরে চুমো খেতে হবে। এভাবে পর্যায়ক্রমে যখন শালিকার ফুলটিকে পরম আদরে চুমো খেতে থাকবে তখন স্ত্রী ফুলটি নিশ্চয়ই তা সহ্য করতে না পেরে রাগে কেঁপে উঠবে । কারণ কোন স্ত্রী'ই তার সামনে তার স্বামীর লুলামী সহ্য করবে না। আর সেটা যদি হয় স্ত্রী'র সামনেই শালিকার সাথে লুলামী তাইলে মাইর একটাও মাটিতে পড়বে না।
(স্ত্রীরা নাকি চরম সন্দেহ প্রবণ হয়, এমনকি মুমূর্ষু অবস্থায়ও নাকি তারা তাদের স্বামীর উপর নজরদারী করতে ছাড়ে না)
ব্লগের আপুরা মাইন্ড খাইয়েন না আর খাইলেও নিজ দায়িত্বে খাইয়েন যাতে বিল আমাকে দিতে না হয়।
আর বিবাহিত ভাইদের স্বাধীন জীবন কামণা করছি। আপনারা সাবধানে থাকবেন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ দয়া করিয়া কেউ এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাবেন না।
Joke is just joke. Take it just as FUN.
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:০৪