বাণিজ্যমন্ত্রী কর্নেল ফারুক খান বলেছেন, আপনারা কম খান, কম খেলে সমস্যা কমবে। আগেকার মানুষ কম খেত বলে বেশী দিন বাঁচত।
( দেখেন আবাল কত প্রকার এক্কেবারে উদাহরনসহ )।
তিনি বলেন ‘আমরা ভেজাল বিরোধী নতুন আইন করব।এ আইনে যিনি ভেজালের অভিযোগ করবেন ও তথ্য দেবেন, জরিমানার ২৫ শতাংশ টাকা তাকে দিয়ে দেওয়া হবে।
( হুম পুলিশের হয়রানী আর ভেজালকারীর রোষানলে পড়ে অভিযোগকারী এলাকা ছাড়া হউক আর কি। প্রশাসন ভেজালকারীদের বালও ফালাইতে পারেনা আর পাবলিক অভিযোগে বাল ফালাইয়া খাল দিব )।
আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে “খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আবাল মার্কা কথাগুলো শুনিয়ে বাঙ্গালী জাতীকে ধন্য করেন।
(বানিজ্যমন্ত্রীর পাছায় কষে লাথি মারার ইমো হবে)
[/sb
সুত্র
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৫