সম্প্রতি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেপুর ও চাকদাহ গ্রামে মুসলিমসহ প্রধানত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর উগ্রসাম্প্রদায়িক শক্তির বর্বরোচিত হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সরকারের কাছে আমাদের(সংখ্যালঘু নির্যাতন বিরোধী ছাত্রমঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়) 'চার দফা দাবি' নিম্নরূপ -
দাবি ০১
মিথ্যা মামলায় আটককৃত ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ান হারুন ও সহপ্রধান শিক্ষক মিতা রানী হাজরাকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে । ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার বসতবাড়িসমূহ পুনঃনির্মাণ ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসন ও যাবতীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হবে ।
দাবি ০২
উক্ত ঘটনার উস্কানিদাতা বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী ও ব্যক্তিত্বকে এবং ইন্ধনদাতা হিসেবে এম পি গোলাম রেজাকে সংসদ সদস্যপদ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে । এই বর্বরোচিত ঘটনায় সংশ্লিষ্ট বিপথগামী, উগ্রসাম্প্রদায়িক ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে ।
দাবি ০৩
উস্কানির মাধ্যমে সহিংসতার পিছনে মুখ্য ভুমিকা পালনকারী সাতক্ষীরার ' দৈনিক দৃষ্টিপাত' ও ' 'দৈনিক আলোর পরশ ' পত্রিকা দুটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে । উক্ত পত্রিকা দুটির কালীগঞ্জ সংবাদদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে ।
দাবি ০৪
বাংলাদেশে নিপীড়িত, অবহেলিত ও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার বিশাল সংখ্যালঘু জনগোষ্ঠীর নাগরিক ও মানবাধিকার রক্ষা, আগ্রাসন থেকে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা ও সার্বিক উন্নয়নের জন্য সুনির্দিষ্ট আইন ও নীতিমালার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন প্রগতিশীল দেশের ন্যায় স্বাধীন 'জাতীয় সংখ্যালঘু কমিশন' গঠন করতে হবে । এছাড়া সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রশাসনকে সর্বদা তৎপর থাকার জন্য 'বিশেষ' নির্দেশনা প্রদান করতে হবে ।
এই দাবিগুলো পূরণের জন্য আমাদের বিভিন্ন কর্মসূচী চলছে-------
যেমন-
আমাদের এক সপ্তাহের লাগাতার কর্মসূচিঃ
৮ এপ্রিল/রবিবার : সকাল দশটায় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজন করছে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
৯এপ্রিল/সোমবার : সনাতন বিদ্যার্থী সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট ক্যাম্পাসে মৌন মিছিল ও অমর একুশে’র পাদদেশে প্রতিবাদ সমাবেশ করবে
১০ এপ্রিল/মঙ্গলবার : সনাতন বিদ্যার্থী সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট জ.বি ক্যাম্পাসে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে। একই দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচি পালিত হবে। এই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি তে নির্যাতনের ভিডিও চিত্র প্রদর্শন শেষে মশাল মিছিল আয়োজনের কর্মসূচী পালন করবে সংখ্যালঘু নির্যাতন বিরোধী ছাত্রমঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
১১ এপ্রিল/বুধবার : ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট ডাকসু ভবনের সামনে আয়োজন করবে প্রামাণ্য আলোকচিত্র প্রদর্শনী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই দিনে প্রতিবাদ সমাবেশ করবেন অপাজেয় বাংলার পাদদেশে ।
১২ এপ্রিল/বৃহস্পতিবার : প্রামাণ্য আলোকচিত্র প্রদর্শনী হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
১৩ এপ্রিল/শুক্রবার : দেশব্যাপী মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ
১৪ এপ্রিল/শনিবার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রামাণ্য আলোকচিত্র প্রদর্শনী করবে সনাতন বিদ্যার্থী সংসদ জ.বি. ইউনিট ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১২ ভোর ৬:২০