যেভাবে ভুলেছো সেইসব দিনগুলো!
-তোমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিছু না-নিয়েই
কিম্বা যৎসামান্য কিছু পেয়ে যারা সাহায্য করেছিলো,
তাদের দয়াগুলোকে কর্তব্য হিসেবে নিয়ে
নিজের কর্তব্যগুলোকে দয়া ভেবেছো!
আর ঐ পাওনাদার-সমষ্টিকে ভুলেছো যেভাবে!
-সেভাবেই পারো তো ভুলে যেয়ো
আগামী দিনের ঘটনাগুলোকেও,
যখন নিজের ফাঁদে নিজেই জড়াবে
আর তোমার জবরদখলকর্মী-বাহিনীর সব পোষ্যরা
তোমাকেই পায়ে-পিষবে! যেমন পিষেছে আগেও ..
-কষ্ট পেতে না-চাইলে ভুলে যেয়ো
পাওনাদার ক্ষমাশীল দর্শকেরা অনিচ্ছা-সত্ত্বেও
তোমার অপদস্থ দশা দেখবেই অদূর-ভবিষ্যতে,-
তা’ যেন কখনো স্মরণে রেখো না
ভুলে যেয়ো আগামীকেও আজকের মতো
যেভাবে ভুলেছো তোমার অতীতের ঘটনা ...
বিধানে আত্মসম্মানজ্ঞানহীন ভুলোমন
মানবসন্তানদের জন্যে নেই কোনো যন্ত্রণা।