এক হও আবার।
তুমি এক ছিলে, কারণ বৃক্ষ
ছিলে একদা এবং তুমি নদী ছিলে, তুমি হিমালয়ের
পাথর ছিলে। এবং তুমি ছিলে লক্ষ লক্ষ ধরনের
পাখি, প্রাণী এবং তুমি সব ধরনের প্রাণরূপে বাস
করেছো- শাকসবজীর জীবন, প্রাণী জীবন।
তুমি নানা রূপে, নানা সময়ে অস্তিত্বে বিরাজিত
ছিলে। তুমি একক ছিলে কিন্তু অচেতন ভাবে একক।
তোমাকে আবারও
একক হতে হবে সচেতনভাবে ।
প্রতিটি অন্ধকার কোণে উকি দিয়েছি আমি,
প্রত্যেক সমস্যার উপর আক্রমণ চালিয়েছি, ঝাপ
দিয়েছি প্রতিটি গহবরে। আমি সকল গোত্রের
বিশ্বাস পরখ করেছি, প্রতিটি গোষ্ঠীর গুঢ় মতবাদ
উম্মোচিত করার প্রয়াস পেয়েছি। এসবই
করেছি যাতে সত্য ও মিথ্যা, সঠিক ধর্ম ও
বিদ্রোহীমুলক আবিস্কারের পার্থক্য
বুঝতে পারি।”
সত্য স্বীকার করে নেওয়ার এবং তা যে কোন উৎস
হতেই আসুক, হোকনা কেন অতীত প্রজন্মের
এবং বিদেশী জাতির, গ্রহণ করতে আমাদের লজ্জিত
হওয়া উচিত নয়। যিনি সত্যের সন্ধানে নিয়োজিত
তাঁর জন্য সত্যের চেয়ে অধিক মূল্যবান অন্য কিছু
নেই; সত্য কখনও তাকে ছোট বা অসম্মান
করে না বরং যিনি এর দিকে হাত বাড়ান, সত্য
তাকে মহিমান্বিত করে।
আমিই সে যাঁকে আমি ভালোবাসি
এবং আমি যাঁকে ভালবাসি সে আমি;
আমরা এক দেহে দুটি আত্মা।
যদি তুমি আমাকে দেখ, তাকে দেখতে পাবে,
যদি তাকে দেখতে পাও, তাহলে আমাদের দুজনকেই
দেখবে।