@ প্রাচীন পৃথিবীর শীর্ষদশ বাক্- সিদ্ধ ব্যক্তিই ছিলেন নারী।তাদের জিহ্বাগ্রে উচ্চারিত হয়েছিল মানুষ ও সভ্যতার ভবিষ্যত। এই দ্রষ্টাদের সদুক্তি-সংকলন হাজার হাজার বছর ধরে নিয়ন্ত্রণ করেছে মানুষের পাঠ্যাগ্রহ, বিশ্বাস আর ভাগ্য।
@ পশ্চিম এশিয়ার প্রাচীন আক্কাড দেশের রাজা সারগন-১ এর দুহিতা এনহেদুয়ান্না ছিলেন চন্দ্রদেবী নান্না-র পুজারি। প্রেম ও যুদ্ধ দেবী ইনন্না-র উদ্দেশ্যে কিছু গীত রচনা করে তা তিনি মাটির ফলকে উৎকীর্ণ করেন খ্রিস্ট জন্মের ২৩০০ বছর আগে। তাতে নিজের নামও স্বাক্ষর করেন। এনহেদুয়ান্না-ই পৃথিবীর প্রথম লেখক।
@ পৃথিবীর প্রথম উপন্যাস রচয়িতা একজন জাপানী নারী। মুরাসাকি। একাদশ শতকে (১০০১খ্রি.) তিনি ইংরেজিতে Tale of Genjee ( গেঞ্জি উপাখ্যান ) রচনা শুরু করেন। শেষ হয় ১০১০ সালে। এটিই বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে স্বীকৃত।
@ আমেরিকার প্রথম বৈদেশিক সংবাদদাতা । সম্পাদক ও লেখক মার্গারেট ফুলার। ওয়াল্ট হুইটম্যানের সমসাময়িক ফুলার-ই পৃথিবীর প্রথম পেশাদার বই সমালোচক। তার রচিত Women in the Nineteenth Century নারী-চেতনার মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হয় আজও।
Source : A History of Reading, Alberto Manguel, Viking, New York, 1996.
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৪৯