এইরকম খ্যাঁদাপ্যাঁচা সময় আমার কোনওদিনই পছন্দ নয়
আমার পছন্দ নয়
ক্রুশবিদ্ধ হবার জন্য নিজের কাঠ পিঠে করে বয়ে বেড়ানো মানুষ
অথবা ভাঙাচোরা আর তোবড়ানো দিনগুলোকে টিকিয়ে রাখা
শুটকি মাছের মতো
দিন মাস আর বছরগুলোকে নিয়ে
নিরপেক্ষ ক্যালেন্ডার ঝুলছে অর্থহীনভাবে
এ রকম ঐতিহাসিক ন্যাকামো আমি কোনওদিনই সহ্য করতে পারি না
তবু দেয়ালে ক্যালেন্ডার ঝোলে
নির্জীব তারিখগুলোকে তদারক আর রক্ষা করতে হয়
আমি জানি, এরই মধ্যে একটা নির্দিষ্ট তারিখ লুকিয়ে আছে
আমাদের উৎসবের !
প্রণব পাল :
জন্ম : ৫ ডিসেম্বর, ১৯৫৪ , শান্তিপুর, হাওড়া, পশ্চিমবাঙলা, ভারত।
উল্রেখযোগ্য কবিতাগ্রন্থ : ভাষা বদলের কবিতা (১৯৯৪)