আগে যদি জানতামরে বন্ধু, তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর।
উজানে ভাসাইলাম নাও ভাটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি, তুমি কোথাও নাই।
পিড়িতে সাজায়েছি রং, বাসরে বাঁশি
সুরে সুরে সুরমালা, ভিতরে ফাঁকি।।
আগে যদি জানতামরে বন্ধু, তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর।
কথা ও সুর : কৃষ্ণকলি ইসলাম
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৩