সাকী নও, প্রণয়ীনী
------- ড. রমিত আজাদ
কাব্যিক চাঁদে হাসে প্রেমিকার মধু মুখ,
নির্ভীক স্রোতে ভাসে প্রণয়ীর পৃথু সুখ।
সাগরের ঢেউয়ে নাচে নাগরীর ছন্দ,
পাহাড়ের ঢালে আছে পেয়ারীর গন্ধ।
ছায়াঘেরা বনানীর বোধাতীত জাদুকরী,
আলোহারা চাঁদনীর জ্ঞানাতীত সহচরী।
সাকী তুমি নও মোর প্রণয়ীনী রূপসী,
সখী তুমি হও মোর সোনারঙা অতসী।
নীলাভ শাড়ীর পরী
------- ড. রমিত আজাদ
যদি গোলাপী বসনেই তুমি হও এতটা সুন্দরী,
তবে নীলাভ শাড়ীতে তুমি সাক্ষাৎ পরী!
ভরা জোৎস্নার আলোয় ভেসে যাওয়া
একটি হাসনা-হেনার ঝোপ,
যার তীব্র সুবাসে
মাতাল আমি সর্বক্ষণ,
ঐ ঘোর না কাটিয়ে আর,
অনায়াসে পার করে দেব একটি জীবন।
জুড়ি হতে বাধা কি?
------- ড. রমিত আজাদ
বালিকা তুমি কি প্রেম বোঝ?
বেসেছিলে কখনো ভালো?
ধরেছিলে কভু কোন তরুণের হাত?
দেখেছিলে তার চোখে রৌদ্রের খেলা?
এই খুশী, এই লাজ,
অভিমানে মৃদু সাজ,
অতঃপর মান ভাঙা,
অভ্রের মেঘে রাঙা,
ডানা মেলে আকাশে,
এলোমেলো বাতাসে,
উড়ে যাবে জোনাকি,
জুড়ি হতে বাধা কি?