জাগাবো প্রসুপ্ত শৌর্য
-------- রমিত আজাদ
নিরন্তর বয়ে চলা নির্মল প্রবাহিণী,
বাংলার পবিত্র মৃত্তিকার শোণিতধমনী
পদ্মা গোমতী মেঘনা,
বৈভব আর ঐশ্বর্যের লহুনাড়ি
তিস্তা তিতাস যমুনা,
কত নদ-নদী, উপমিত নর-নারী,
মহাকালের শ্বাশত সাক্ষী হয়ে রবে।
আরো ইশাদী হবে অম্বর,
উপুর হয়ে বিস্মিত জমিনের বুকে,
সে দেখেছে সব,
কোন্ নব রাজবল্লভ হেনেছে আঘাত
পৈশাচিক অশিব-সুখে।
সে কোন হালফিল মীরজাফর,
যার হুকুমের অপেক্ষায়
দাঁড়িয়ে থেকে থেকে প্রলম্বিত নিশ্চল,
দিনশেষে হলো শ্রান্ত রণ-সজ্জ্বিত সেনাদল?
তোমরা জানোনা উঁমিচাঁদ,
এ এক পবিত্রভূমী,
যেখানে জন্মেছে মহাজ্ঞানী কপিলের যৌক্তিক 'সাংখ্য',
মহামতি বুদ্ধের অহিংস ভাবনায় নামী।
তোমরা জানোনা জগৎ শেঠ,
এখানে হেটেছেন মখদুম,
খান জাহান আর মজনু শাহ-এর দেহ,
জালালাবাদের মাটিতে ঘুমান
তিনশত ষাট অলি আউলিয়া-র রুহ্।
তোমরা কেঁড়েছ জীবন সাতান্ন জন সেনাপতির!
প্রতিশোধ বোঝ গাদ্দার?
বুঝবে।
তোমরা করেছ নাশ নারীর সম্ভ্রম!
প্রতিফল বোঝ বেঈমান?
বুঝবে।
এই খুনে নিদ্রিত তীতুমীর, সিরাজের শৌর্য,
এই খুনে প্রসুপ্ত হাজীবীর, বিজয় সিংহের ধৈর্য।
ধৈর্যের বাঁধ ভেঙে দেখো জাগবেন ঈসা খাঁ,
আরেকটি ইতিহাস লিখে আবারো কিংবদন্তী হবো।
তবে তো পাবে প্রশান্তি আত্মা তাঁহাদের,
হোক না যতই দেরী,
শহীদের মান নিয়ে যারা ছেড়েছে পৃথিবী আমাদের,
পঁচিশে ফেব্রুয়ারী।
(আমরা গুলজারের ভাই,
আমরা এমদাদের ভাই)
We will awake the sleeping valor
---------------Dr. Ramit Azad
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪৫