কালজীর্ণ এক ভাস্কর্য অশ্মরী
------------- রমিত আজাদ
মাঝে মাঝে থেমে থেমে ভাবি,
এতগুলো ম্লান ম্লান বছরের পর
আবার তোমার সাথে মিলিত হবার
প্রয়োজন সেকি, রয়ে গেছে কিছু বাকি?
কুয়াশায় ঢাকা আধো তমসার,
কোন সুবিশাল সমীরণ ফুঁড়ে,
মায়াবী কল্পনা তব নীলা অম্বর জুড়ে
ভেসে যদি ওঠে তোমার হরিৎ ছবি!
সেকি হবে সেই মধুময় রূপ?
প্রাত যৌবনের ভাবালু কথন?
নাকি দেখা যাবে বয়সী বদন,
পুরাতন, মদীয় বিচ্ছেদের মতন?
কালজীর্ণ এক ভাস্কর্য অশ্মরী,
বর্ষীয়ান জমে যাওয়া নদী,
ক্ষমাহীন হিমাঙ্কের নিচে?
An Old Stone Sculpture
----------------- Ramit Azad
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৭