অবশেষে চিতা জ্বলবে
----------------- ড. রমিত আজাদ
কি হলো হঠাৎ করে?
জ্যামের শহরটি প্রসারিত হতে হতে
এখন কি সমগ্র দেশটিকে গ্রাস করে ফেলেছে?
কোথাও একবিন্দু গতি নেই,
স্থবির হয়ে আছে যেন
সকল বাস-ট্রাক-স্কুটার,
গরীবের বাহন রিকশা,
এমনকি উর্ণনাভের মতো জাল বিস্তার করা
ধনকুবেরের সুদর্শন মার্সিডিজ বেঞ্জ।
দেশটি কি জ্ঞান হারিয়ে উপুড় হয়ে পড়ে আছে?
না কি পেরমিনিডাসের কথাই সত্য,
"স্থান-কাল-এ্যাটম-গতি বলতে কিছু নেই,
চতুর্দিকে যা দেখি সবই ইলিউশন।"
যান থেকে নেমে হাটতে শুরু করলাম,
এই স্থবির জনারণ্যে,
আমাকে যে গন্তব্যে পৌছাতে হবে যথাসময়ে!
গতিহীন এই চরাচর নিশ্চল তবু
কয়েক কোটি হর্ণ বাজছে গুমোট বিরক্তিতে।
সেই বিকট আওয়াজে বিদির্ণ হয়ে যাচ্ছে খোলা আসমান,
এ কি সেই সিঙ্গার ভয়ঙ্কর ধ্বনি,
যা তছনছ করে দিতে চাইছে স্বর্গ-মর্ত-পাতাল?
আরো অনেকটা পথ এগিয়ে গেলাম,
যেমন এগিয়ে যায় সার্চলাইটের আলো,
হ্যাঁ ঐ তো সেই জ্যামের কারণ,
একদল বিধ্বস্ত মানুষ কাঁধে নিয়েছে সেই নিশ্চল দেহটিকে,
গতি শুধু একটিই আজ,
অন্ধকার শশ্মানের পথে,
'অবশেষে চিতা জ্বলবে'!