খবরটা এমন হতেই পারতো!!
তুমুল উত্তেজনা বিরাজ করছে ঢাকার বিশ্ববিদ্যালয় গুলোর মাঝে, কে হবে সেরা? বিতর্ক প্রতিযোগিতায়?
কিম্বা এবার বিসিএস এ প্রথমদিকের স্থানগুলি দখল নিয়ে লড়ছে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা!
অথবা ছাত্র রাজনীতিতে দারুন ভূমিকা রাখছে দুই বিশ্ববিদ্যালয় এর ছাত্ররা!
এমনতো হতেই পারতো! তিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে কোন সংগঠন??
আমরা অপেক্ষা করি নতুন কোন দারুন খবরের, আর পাই নতুন কোন সম্ভাবনার কবরের?? খবরের পাতায় খুঁজি ভালোলাগার সংবাদ, আর খুলে দেখি সব ভুলেযাবার মতো সংবাদ!!
ঢাকায় তিনটা পাবলিক ইউনিভার্সিটি। মাঝে ঢাকা আর দক্ষিনে জগন্নাথ আর শহরের উত্তরে জাহাঙ্গীরনগর।
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। আমাদের পরের প্রজন্ম স্বপ্ন নিয়ে অনেক পরিশ্রম করে ভর্তি হয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু এখানকার ছাত্রত্ব নিয়েই কেমন বদলে যেতে চায়? বিশ্ববিদ্যালয় এর বাসগুলো রাস্তায় চলে রং সাইড দিয়ে! কারনে, অকারনে লেগে যায় অন্যদের সাথে। একটু কিছু হলেই একে অন্যের গাড়ী ভাঙতে কার্পণ্য করে না।
একবার ভেবেও দেখে না? এই বাসগুলো দিয়ে কারা যাতায়াত করে? ভেঙে দিলে কাদের ক্ষতি হবে? আইন অমান্য করে রাস্তায় রং সাইড দিয়ে গিয়ে কি প্রমান দিচ্ছে?
আমাদের পরবর্তী প্রজন্ম, নিজেদের নিয়ে এতটুকু সচেতনতা দেখাবে না??? নিজেদের ভাল মন্দ বুঝবে না? এটা কি করে হয়??
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৮