আমাদের দেশের বিখ্যাত অর্থনীতিবিদ, চার্টার্ড একাউন্টেন্ট, পরিসংখ্যানবিদ, সমাজবিজ্ঞানী, আইনজীবী, সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং নীতিনির্ধারকগন আপনারা সবাই দ্রুত বসুন।
হিসেব কষুন ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত আমাদের কত পাওনা রয়েছে। আর সবচেয়ে বড় হিসেব কষুন ১৯৭১ এর নয় মাসে আমাদের কত বাড়ীঘর পুড়িয়েছে তার মূল্যমান কত হতে পারে সেই সময় এবং তার আর্থিক মূল্য এখন কত? আমাদের রাস্তাঘাট-ব্রিজ কালভার্ট, গাড়ী, লঞ্চ পুড়িয়েছে! ভেঙেছে আমাদের স্থাপনা, তার ক্ষয় ক্ষতির হিসেব টানুন।
আর আমাদের দেশের মা-বোনদের উপর অত্যাচারের কোন আর্থিক ক্ষতিপূরণ নিরর্ধারন সম্ভব না বিধায় এর জন্য সরকার পর্যায়ে ক্ষমা প্রার্থনা করতেই হবে। তারপরেও একটা আপেক্ষিক ক্ষয় ক্ষতির হিসেব করতেই হবে।
শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ক্ষতিপুরন এবং আহত বা পংগু মুক্তিযোদ্ধাদের জন্য ৪৫ বছর হিসেব করে মাসোহারা নিরুপন করতে হবে।
এবং এসব কাজ খুব দ্রুতই করতে হবে। ফাকিস্তান ফকিন্নিরা আমাদের কাছে পাওনা ৭০০ কোটি টাকা ক্লেইম করছে, আর আমাদের পাওনা কমপক্ষে ৭০০ হাজার কোটি টাকা কবে দিবে? পাকিস্তান কে বলেন ওদের পাওনা টাকা কেটে আমাদের টা দিয়ে দিতে।
অনেকদিন পর নির্ভেজাল হাস্যরস এ ভরা একটা খবর পড়লাম। একমাত্র ফাকিস্তানের পক্ষেই সম্ভব এইরকম বোকার স্বর্গে বসে বোকার মতো চিন্তা করা!!!
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২১