খুব বেশী দিন হয়নি এখানে বিচরন। আগে ব্লগ কি কিভাবে লিখে এবং কারা লিখে তা নিয়ে অনেক আগ্রহ ছিলো। আসলে সবসময়ই লেখকদের বিশেষ সম্মানের স্থানেই দেখি। আর কবিদেরকে তো হিংসা করি সবসময়। কিভাবে এত ছন্দ খুঁজে পান? এত শব্দ কিভাবে ব্যবহার করেন তারা?
এখানে এসে সবার লেখা পড়ে, মাঝে মাঝেই আমারো লিখতে ইচ্ছে করতো। সাহস করে একদিন লিখে ফেললাম এবং দুঃসাহস দেখিয়ে পোস্ট করে দিলাম। ভয়ে ছিলাম আদৌ ব্লগে প্রকাশিত হবে কিনা? আমাকে অবাক করে দিয়ে দুদিন অপেক্ষা করিয়ে ব্লগে প্রকাশিত হলো। যারপরনাই অবাক হলাম আবার আনন্দিতও হলাম। এরপর থেকে মাঝে মাঝেই টুকটাক লিখতে লাগলাম। যখন দেখতাম লেখার নীচে কমেন্ট! দারুন লাগতো। অন্যের লেখা পড়ে কমেন্ট লিখতেও ভালই লাগে। আসলে এখানে সবাই সবাই কে উৎসাহ যোগায়, এটা ভালোলাগার বিষয়। আমি নিজেও জানি আমার লেখার মান খুবই নিম্নমানের। তারপরেও নিজের কাছে নিজের লেখা সবসময়ই ভাল লাগার। অনেকটা সন্তানের মতো! কালো হোক কিম্বা সাদা, দেখতে যেমনই হোক, নিজের সন্তানই সবার সেরা।।
মাঝে মাঝে একটু খারাপ লাগে যখন দেখি, কোন কোন লেখার নীচে মন্তব্যগুলো খুব আক্রমণাত্মক। আসলে সবাই ভাল লিখতে পারি না, কিন্তু সবাই ভাল মানুষ হতে দোষ কি? খারাপ ভাবে খোঁচা না দিয়েওতো আমাদের সীমাব্ধতা কিম্বা অসম্পুর্নতা বুঝিয়ে দেয়া যেতে পারে। আমরা শিখে নিবো ভাল লিখা লিখতে গেলে কি করা উচিত আর কি করা উচিত না। ভাল লিখাগুলো যেমন খুব আকর্ষন করে তেমনি আপনাদের উৎসাহ পেয়ে হয়তো আমাদের মধ্য থেকে বেড় হয়ে আসবে নতুন লেখক, তার নতুন ধরন আর নতুন ভাবনা নিয়ে!
একটা কথা না বলে যেতে পারছিনা। অনেক গুলো আজে বাজে লেখার মধ্যে হুট করেই একদিন দেখি আমার একটা লেখা নির্বাচিত পোস্ট হিসেবে স্থান পেয়েছে! সেদিন অন্যরকম আনন্দ উপভোগ করলাম। অনেকে আমার লেখা পড়ছে ভাবতেই কেমন পুলকিত বোধ করেছি। তখন ভেবেছি যাদের লেখা হাজার না, লাখো পাঠক পড়ে তাদের কেমন লাগতে পারে? আসলে পাঠকের ফিডব্যাক না পেলে তারা জানতেই পারতেন না তাদের লেখার শক্তিটুকুন।
এখানে লেখা পড়ি, কিন্তু তারচেয়েও বেশী আগ্রহ নিয়ে পড়ি নীচের কমেন্টস। অনেক রকম মানুষের দেখা পাওয়া যায় এই ছোট্ট পরিসরে। একই লেখা পড়ে কেউ ধন্যবাদ আর শুভেচ্ছা জানাচ্ছে আবার কেউ সমালোচনার তীর ছুড়ে মারছে। কারো মন্তব্যে দেখি "খুব ভাল হয়েছে" আর কারো মন্তব্যে দেখি "ভাল হয় নি"। মজা পাই লেখকের নিজেকে সামলানোর চেষ্টাটুকুন দেখতে!
পাঠকের চিন্তা আর ভাবনার মাঝেই আসলে লেখকের বসবাস এবং তাদের স্থায়িত্ব। ভালো পাঠক হতে চাই ভাল লেখক পাবার আশায়।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৪