আমরা, যাদের ৯০ এর দশকে কম্পিউটারে হাতেখড়ি, তাদের কম্পিউটারে বাংলায় লিখতে হলে মোস্তফা জব্বারের বিজয় ছাড়া অন্য কোন অপশন ছিলোনা!
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"
যেদিন কম্পিউটারে লিখতে পেরেছিলাম আনন্দে চোখে পানি এসে গিয়েছিলো! বুক ভরে গিয়েছিলো সম্মানে মিঃ মোস্তফা জব্বারের প্রতি স্পষ্টভাবে মনে আছে!
স্পষ্টভাবে মনে আছে, এই সেই জব্বার যার কাছে গুগল তাদের এন্ড্রোয়েড সিস্টেমের সাথে বিজয়কে মার্জ করার প্রস্তাব দিয়েছিলো নতুন প্রজন্মকে মোবাইল ফোনে বাংলায় লিখতে পারার সুবিধা করে দিতে! কিন্তু অতি উচ্চমূল্য দাবি করায় অথবা অস্বীকৃতি জানানোয় গুগল "ড. মেহেদি হাসান খান ও রিফাত নবী "প্রতিষ্ঠিত অভ্রকে বিনামূল্যে মোবাইল ফোনে উন্মুক্ত করে দেয় ! ধন্যবাদ ড. মেহেদি হাসান খান ও রিফাত নবী।
কিছুদিন পর ব্যাবসায়ী মিঃ জব্বার কপিরাইট মামলাও করেছিলেন ড. মেহেদি হাসান খান ও রিফাত নবী'র বিরুদ্ধে টিকতে পারেন নি যদিও।
কম্পিউটারে বিজয় চললেও প্রতিটি মোবাইল ফোনে সবাই আজ অভ্রতেই বাংলা লিখছে তবে ভুলেও যাচ্ছে বিজয়ের লে-আউট! তাই অনেক কম্পিউটারেও আজ অভ্র'র অবস্থান শক্ত।
নতুন বছরের প্রথমদিনে রাজার ডাক পেয়েছেন সো কল্ড এই তথ্য প্রযুক্তিবিদ।
সবার ধারনা যা আমারও তাই, রাজা ডাকলেই মন্ত্রী! শুভকামনা তাকে যিনি বাংলাভাষা শুধু কম্পিউটারেই আটকে রাখতে চেয়েছিলেন টাকার বিনিময়ে।