মেয়াদ উত্তীর্ণ হয়ে অবৈধ হওয়ায় বাংলাদেশি সাড়ে ৩ লাখ শ্রমিক ফেরত পাঠাবে মালয়েশিয়া সরকার। ফেরত ঠেকাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করলেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় যারা তিন বছরের চুক্তিতে গেছেন তাদের প্রথমে তিন বছরের চুক্তির পর নবায়নের মাধ্যমে আরো দুই বছর বৃদ্ধি করা হয়েছে। পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় এসব শ্রমিক এখন আর ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে না। যাওয়ার সময়ই তাদের সঙ্গে এরকম চুক্তি ছিলো। তবে ওই দেশের কারখানা মালিক পক্ষ যদি পুনরায় এসব শ্রমিকদের নিতে আগ্রহী হয় তাহলে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তা না হলে এসব শ্রমিকের দেশে ফেরত না এসে উপায় নেই।
তিনি আরো বলেন, নতুন করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আলোচনা হচ্ছে। এবার ভিসার মেয়াদ আগের চেয়ে বেশি থাকবে। যাওয়ার সময় পাঁচ বছর পরে নবায়নের মাধ্যমে আরো পাঁচ বছর ভিসা করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
জানা গেছে, গত ১২ ডিসেম্বর প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়া সফর করেন। তখন দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সমস্যা নিরসন এবং নতুন শ্রমিক নেয়ার জন্য শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনা করেন। এতে শর্ত সাপেক্ষে মালয়েশিয়া নতুন শ্রমিক নেয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দেয়।
বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ঢাকা সফর করবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ায় এখনো অনেক শ্রমিকের চাহিদা রয়েছে। তবে এখন থেকে অভিবাসন ব্যয় কমিয়ে সুশৃঙ্খলভাবে সরকার টু সরকার শ্রমিক পাঠানো হবে।
সুত্র