Hand of God মূলত ১৯৮৬ সালের ২২ জুন অনুষ্ঠিত হওয়া ইতিহাসের এক কলঙ্ক জনক অধ্যায় যেখানে এক নামী খেলোয়ার অখেলোয়ার সুলভ আচরন করে পার পেয়ে যায় ঐ ম্যাচের রেফারীর অদক্ষতা বা নেপোটিজম এর কারণে...... যেখানে এই খেলোয়ারটি হলুদ বা লাল কার্ড পেতো পারতো সেখানে উল্টো তার হাত দিয়ে করা ন্যাক্কারজনক গোলটি রেফারির ভুলে স্বীকৃতি পেয়ে যায়........ এর পরিক্রমায় তারা কোয়ার্টার ফাইনাল হতে ফাইনালে উঠে এবং পরবর্তীতে উক্ত বিশ্বকাপটি নিজেদের করে নেয় ঐ দলটি....... তবে সবাই তার মত ভাগ্যবান নয় উরুগুয়ের এক খেলোয়ার গেলো বিশ্বকাপেই একই কাজ করে প্রতিপক্ষের হতে যাওয়া নিশ্চিত গোল বাচিয়ে নিজের দেশের হিরো হয়েছিলেন যিনি নিজেই আজ বিতর্কিত....... আমি তার সাথে বিশ্বকাপ জয়ী দলের ঐ সদস্যের কোন পার্থক্য দেখিনা, শুধু একজন কোনভাবেই হোক পরবর্তী খেলায় জয়লাভ করে ..... শুধু পার্থক্য এই যে হয়তো তখনকার ফিফার অবস্থা ও কার্যাবলী হয়তো তার বিরুদ্ধে কোন কঠোর অ্যাকশন নিতে সচেষ্ট করেনি........ তখন হাত দিয়ে গোল করে পার পাওয়া যেত এখন হাত দিয়ে গোল না করেও শাস্তির সম্মুখিন হতে হয় এই বাস্তবতা...... ইতিহাস সবসময় বিজয়ীর পক্ষে কথা বলে, তাই হয়ত এই প্রতারণার পরেও পার পেয়ে যায় এই খেলোয়ারটি। যারা Hand of God বলে মিষ্টি হাসি দিয়ে মনে করে এইটা তাদের ক্রেডিট তাদের বলব তারা মিথ্যা, শঠতা কে প্রশ্রয় দিয়ে নিজের দলের নীচতাকেই প্রমাণ করসেন যা আদৌ ভালো কিছু নয়.........
[পুনশ্চঃ আমি নিরপেক্ষ ভাবেই এই টুকু লিখার চেষ্টা করেছি, অনেককেই দেখি Hand of God নিয়ে তৃপ্তির হাসি হাসতে এবং এ নিয়ে বড়াই করতে, তা দেখে অনেক দিন হতেই এই বিষয়ে লিখার ইচ্ছা ছিল আজ একটু সময় পেয়ে লিখে দিলাম ]
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪৮