অনেকদিন ধরেই ভাবছি DU Meter নিয়ে একটি পোষ্ট করব। কিন্তু সময়ের অভাবে করা হয় না। আজ আর না করে ছাড়ব না।
আসুন প্রথমে জেনে নিই DU Meter এর কাজ। কাজ না জেনে শুধু শুধু সফটওয়্যার ডাউনলোড করে তো আর লাভ নেই।
DU Meter হলো এমন একটি সফটওয়্যার যা কিনা আপনার পিসি-তে ব্যবহৃত ইন্টারনেট কানেকশনের গতি দেখাবে।
এতে করে আপনি বুঝতে পারবেন আপনি যেই ইন্টারনেট সংযোগ চালাচ্ছেন তার স্পিড আপনি যথাযথ পাচ্ছেন কিনা।
নিচের চিত্রে লক্ষ্য করুন-
উপরের চিত্রে লক্ষ্য করুন। এখানে পিসি-তে ব্যবহৃত আপলোড এবং ডাউনলোড স্পিড দেখাচ্ছে। এটা আপনার ব্যবহারের উপর উঠা নামা করবে।
আপনি ইচ্ছা করলে কোন কিছু ডাউনলোড দিয়ে আপনার ফুল স্পিড যাচাই করে দেখতে পারেন।
ইন্টারনেটের স্পিড পরিমাপ করার জন্য DU Meter অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার।
এর ফুল ভার্সনের দাম প্রায় $52.
তবে এর জন্য আপনাকে এই ডলার পেমেন্ট করতে হবে না। শুধু আমার দেওয়া লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড দিয়ে Unzip করুন এবং ভিতরে দেওয়া ইন্ট্রাকশন অনুযায়ী কাজ করুন।
ভালো লাগলে এবং উপকৃত হলে পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না।
ডাউনলোড করতে ক্লিক করুন এখানে