খুব ছোট বেলায় যখন রিকশায় উঠতাম ,
তখন মনে মনে রিকশাওয়ালা হতে চাইতাম ।
কেননা তাহলে নিজে নিজে বিনে পয়সায় ঘুরতে পারতাম ।
আবার যখন মোয়াওয়ালার কাছ থেকে মোয়া কিনতাম
তখন মনে মনে খুব করে চাইতাম
আমি বড় হয়ে মোয়াওয়ালাই হবো
কেননা এতে আমি নিজেই বেশি বেশি মোয়া খেতে পারতাম ।
আবার যখন কটকটিওয়ালার কাছ থেকে কটকটি কিনতাম
তখনও মনে মনে কটকটিওয়ালা হতে চাইতাম ।
গাড়িতে করে কোথাও বেড়াতে গেলে
গাড়ির চালক হতে চাইতাম ।
জেলেদের মাছ ধরা দেখে
জেলে হতে চাইতাম ।
আইসক্রীমওয়ালার কাছ থেকে আইসক্রীম কিনে
আইসক্রীমওয়ালা হতে চাইতাম ।
ঝালমুড়িওয়ালার কাছ থেকে ঝালমুড়ি কিনে
ঝালমুড়িওয়ালা হতে চাইতাম ।
শীতকালে খেজুরের রসবিক্রেতাদের দেখে
খেজুরের রসবিক্রেতা হতে চাইতাম ।
মাঠের কৃষকদের চাষ দেখে
কৃষক হতে চাইতাম ।
মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনে
মুয়াজ্জিন হতে চাইতাম ।
কোরআনের হাফেযদের দেখে
কোরআনের হাফেয হতে চাইতাম ।
রেডিওতে খবর শুনে
খবর পাঠক হতে চাইতাম ।
স্কুলের স্যারদের দেখে
স্কুলের স্যার হতে চাইতাম ।
আচারওয়ালা কাছ থেকে আচার কিনে
আচারওয়ালা হতে চাইতাম ।
বিজয়দিবস স্বাধীনতা দিবসে টিভিতে
সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখে
সেনাবাহিনীতে যোগ দিতে চাইতাম ।
ক্রিকেট খেলা দেখে
ক্রিকেটার হতে চাইতাম ।
টিভিতে ফুটবল খেলা দেখে
বিশেষ করে ফুটবল বিশ্বকাপ আসলে
ফুটবলার হতে চাইতাম ।
টিভিতে কুস্তিখেলা দেখে
কুস্তিগীর হতে চাইতাম ।
ডাক্তারদের দেখে
ডাক্তার হতে চাইতাম ।
রাস্তায় কাজে ইঞ্জিনিয়ারদের দেখে
ইঞ্জিনিয়ার হতে চাইতাম ।
কতকিছুই না হতে চাইতাম
কিন্তু আমার কিছু হওয়া হলো না
সমাজের চাপে পরিবারের চাপে ।
তখন জগৎটা ছিল ছোট
তাতে খুশি ছিল আবেগ ছিল
এখন জগৎটা হল বড়
সাথে হাসি খুশি আবেগ সব চলে গেল ।
ছবি ঃ সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯