Portrait*প্রতিকৃতি
Medium: Colour Pencil On Paper
Size: (23" x 13") inches
Date: 2015
© রাখাল
Medium: Colour Pencil On Paper
Size: (23" x 13") inches
Date: 2015
© রাখাল
#processing
Medium: Colour Pencils On Paper
Size: (24" x 18") inches
Date: 2017
© রাখাল
১
আত্মনির্ভরশীলতা জন্মানোর প্রারম্ভে দাঁড়িয়ে সিয়াম। মাধ্যমিকে ভাল ফলাফল করে উচ্চমাধ্যমিকেও সেটি ধরে রাখতে পেরেছে বলে যেটুকু বুক উঁচু হয়েছে তার নিজের তার চেয়েও বেশি উঁচু হয়েছে তার মা-বাবার।
তবু কেন যেন খানিক খটকা, খানিক উৎকণ্ঠা, কেমন একটি ভয়ের মত ভাব তার ভাবনায় ঘুরপাক খাচ্ছে এই সময়টিতে। আর তাই এই আনন্দের... বাকিটুকু পড়ুন
একটি কাজের কাঙ্ক্ষিত ফলাফল নির্ভর করে কাজ পূর্ববর্তী পরিকল্পনার উপর। যেমন ধরুন, আপনি কিছু ভুট্টার বীজ বপন করলেন, কিন্তু বীজ বাছাইয়ের সময় আপনি বীজের গুণগত মানের দিকে উদাসীনতা দেখালেন। ফলশ্রুতিতে কি হবে ? দেখবেন গাছগুলো যখন বড় হবে তখন একেকটা গাছ থেকে একেক রকমের ফল আসছে। কোন একটা বীজ থেকে... বাকিটুকু পড়ুন
মেঘ ফুটে থাকে নদীর যে পাড়ে
তার বিপরীতে......... , থু থু... এতো বালি !!
একটা কান্নাভেজা পাতার পানি পিপাসা পেলে,
পাতাটা হাওয়ায় ভেসে যায় ।
নদী আর দুকূল ;
মেঘ ফুটে থাকে নদীর যে পাড়ে
তার বিপরীতে......... , থু থু... এতো বালি !!
আর হৃদয়ের নিত্য মরাবাচা , বৃষ্টি ঝরাতে প্রস্তুত ।
আর আমার চোখ দুটো, বৃষ্টি ঝরাতে... বাকিটুকু পড়ুন
হায় ঈশ্বর !
কি হচ্ছে কি এখানে !!!
ক্ষেপে গেছে বাতাস, দুরুন্ত রাজহাঁস ।
জলের তোড়ে আগুন পুড়ে যাচ্ছে,
বৃষ্টির জন্য এ জন্মে আর কাঁদতে হবে না ।
শহরের ব্যাঙ শহরে থাকে, গ্রামের ব্যাঙ গ্রামে ।
তবু বেনামে নামে......,
কিনেছি পানির দামে ।
হায় ঈশ্বর !
কি হচ্ছে কি এখানে !!!
সমস্ত আকাশ পুড়ে যাচ্ছে, পাখিগুলো মরে যাচ্ছে !!!
১১১......১১১......১১১...... !
সম্মানিত... বাকিটুকু পড়ুন
আমার শিশুর মত অনুভূতি হচ্ছিল তখন ।
কলিনেট নৌকা বাইছিল,
বৃষ্টির ফোটা চোখের পাতায় ঝুলে ঝুলে দোলনা খাচ্ছিল ।
বৃষ্টির দিন___
ভিজে যায় নীল আকাশ,
নদীর পানি,
পাখির ডানা ।
অতঃপর কলিনেট নৌকা থামিয়ে দিতেই,
সমস্ত আকাশ বুঝি শুকিয়ে গেলো । বাকিটুকু পড়ুন
মাতৃগর্ভে কোন আলোর ব্যবস্থা ছিল না, আমার ঘুমিয়ে দেখা স্বপ্ন গুলোর কি রঙ ?
দ্বিতীয়বার জন্ম নেওয়ার পর আমার মনে নেই আমরা গাংচিল ছিলাম জাহাজের মাস্তুল বরাবর তরল গরল ছেড়ে দিয়ে ফুড়ুৎ ফারুৎ উড়ে বেড়াতাম। চারপাশটাতে শব্দ বেশ, নিস্তব্ধতার আবেশ নামি জলে ভাসি হাওয়ায়।
তুমি বড় হয়ে কি হতে চাও ?
•... বাকিটুকু পড়ুন
কারণে অকারণে এখনও রাত নামে, সন্ধার পরে আমার রং কালো তোমার আর তাদের একটা নিগার কলা পাতাটা সাগর ঝিল মাটি আর কুকুর টা।
আলোর অনেক রং, আঁধারই ভাল। বাকিটুকু পড়ুন
আচ্ছা প্রার্থনায় কি কোন কাজ হয় ?
বাকরুদ্ধ অতীত !
সম্ভাবনার পথ টা খোলা রইল,
ফলাফলের ফল ভাল না।
নিচে যেতে হলে আকাশের দিকে তাকিয়ে থাক।
প্রার্থনায় মগ্ন হয়, ক্রমাগত।
প্রেমানন্দে নয়,
যন্ত্রণাকে রক্তে ঢেলে দিয়ে।
সেদিনের পর কেটে গিয়ে, ১৩ টা দিন,
ময়না তদন্তের রিপোর্ট এসেছে আমার হাতে।
“ছেলেটা বিষ খেয়ে মরেছিল।“
রাখাল | ১৴১৩ বাকিটুকু পড়ুন