সামু'র সেরা ১০ ব্লগারের পুরষ্কার নিয়ে বেশী কিছু বলার নেই, কর্তৃপক্ষ মূলত বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্লগারদের কর্মকান্ডের মূল্যায়ন করেছেন এবং নারীদের ব্লগিংয়ে উৎসাহিত ও ক্ষমতায়নের পদক্ষেপ নিছে। এই বিচারে তালিকাটা ঠিকই ছিল।
এমনকি আসিফ মহিউদ্দিনরে পুরস্কার দিলেও অবিচার হয় না, কারন সে বিভিন্ন ইস্যুতে ভুমিকা রাখছে। কিন্তু এখানেই প্রশ্ন তাইলে বেঙ্গল মাসুদ বা আমার দেশ পাঠকমেলারেও তো পুরস্কার দেয়া যাইতো! দেয়া হয় নাই কেন? কারন ওরা কাজ করলেও বিতর্কিত লোকজন!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইস্যু সহ তেল গ্যাস রক্ষায় এবং অন্যান্য সকল আন্দোলনেই পারভেজ আলম উপস্থিত ছিল। এবং ব্লগে তার জনপ্রিয়তা এবং গ্রহনযোগ্যতার ভিত্তিতে অন্য যে কোন ব্লগারের তুলনায় তিনিই এগিয়ে ছিল, কিন্তু তার যথাযত মূল্যায়ন হলো না কেন!
যেই মানদন্ড ফলো করা হইছে ঐ মানদন্ডে উনার না থাকা একটা অবিচার!
জ্ঞানীদের জন্য এখানেই অনেক কিছু বুঝার আছে!!!
*** আমার মনে হয় এই পোস্টের কারনে পারভেজ ভাই বিব্রত হইতে পারে। হইলে আমি দুঃখিত, উচিত প্রশ্ন আটকে রাখা আমার দ্বারা সম্ভব হয় না।