মডারেটরগণ, আপনারা এমন একটি পোস্ট মুছে দিয়েছেন যেখানে কোন রকমের ব্যাক্তি আক্রমন,অশ্লীল কথা বার্তা বা মিথ্যা অভিযোগ ছিল না। একজন ব্লগারের স্বলিখিত পোস্টের উপর ভিত্তি করে জন্ম নেয়া কিছু প্রশ্নের উত্তর পাওয়ার আশায় আলোচনামুলক পোস্টটি লিখেছিলাম। আপনারা সেটা মুছে দিলেন।
এটা অবশ্যই বাক স্বাধীনতায় হস্তক্ষেপ।
আপনার পোস্ট মুছেই ক্ষান্ত হন নাই বরং আমাকে জেনারেল করে দিয়েছেন। ব্লগের প্রিন্সিপ্যাল অনুযায়ী ব্লগিং করেও যদি শাস্তি পেতে হয় তবে সেটা শুধু হতাশারই নয়। এর চেয়ে বেশী কিছু।
প্রো জামাত-শিবিরদের অসৎ ও মিথ্যা প্রচার দমনের লক্ষ্যে আমরা যারা সচল রয়েছি। তাদের নিজেদের ভেতর কিছু সংস্কারের দরকার ছিল বিধায় আমি তা শুরু করেছিলাম।
কিন্তু আপনাদের এ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের এ্যারোগেন্ট ব্যাবহার করে সেটাকে দমিয়ে দিতে চাইছেন।
দুঃখের সাথে খেয়াল করে দেখলাম আপনারা বাংলা ব্লগের পাইওনিয়ার ঠিকই কিন্তু সেটা শুধুই প্রযুক্তির ক্ষেত্রে। সব পক্ষের যুক্তি, আত্মসমালোচনা গ্রহন করে এবং সিন্ডিকেটিং এর বাইরে থেকে ব্লগে এথিকাল মডারেশন এর ব্যাপারে আপনারা এ্যাজ ইউযুয়াল অর্ডিনারী হিপোক্রেট। পাইওনিয়ার হবার মত স্বচ্ছতা কি রয়েছে আপনাদের?
এই পোস্টটাও মুছে ফেলতে পারেন। সমস্যা নেই। কিন্তু আগামীতে কোনদিন কোনরকমের দুর্নীতি এবং ডিসঅনেস্ট সিন্ডিকেটিং এর বিরুদ্ধে এবং সংস্কারের প্রতি সমর্থন জানাবার আগে স্বরণ করবেন যে আপনাদের নিজেদের বিরুদ্ধে একই রকমের অভিযোগ রয়েছে।
সুতরাং বেটার ক্লিন দ্যা মাউথ বিফোর ইউ কিস দ্যা গার্ল।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৮