পাপ
যেভাবে ধ্বংস হয় সবুজ স্বপ্নেরা
নিয়তির নির্মম কলে
যেভাবে সংক্রমিত আতঙ্কে ভূমিকম্প তৈরী হয়
পিশাচের গলিত বমনে
তেমনি করে ভেসে আসে পাপ
অনন্ত নরক থেকে ঢেউয়ের মতন
ক্ষীণ প্রেতচ্ছায়া হয়ে তৈরী করে ক্লেদের নগর
রঙিন গণিকা আর ব্যাধিগ্রস্থ হৃদয়ের সাথে
ষড়যন্ত্রে অপসৃত হন ঈশ্বর!
যেভাবে হলুদ পাতার মতো মরনের বীজ
নামহীন ত্রাস হয়ে রাজ করে হৃদয়ে সবার
যেভাবে রৌদ্রময় দিগন্ত... বাকিটুকু পড়ুন
